এবার ডমিনিকান প্রজাতন্ত্রে গিয়ে নিখোঁজ মার্কিননিবাসী ভারতীয় বংশোদ্ভূত ছাত্রীর সন্ধান শুরু করেছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থার তদন্তকারী বলেছেন, সম্ভবত জলে ডুবে মৃত্যু হতে পারে সুদীক্ষা কোনাঙ্কির। শেষবারের মতো তাঁকে যে যুবকের সঙ্গে দেখা গিয়েছিল, তাঁকেই জোরদার জিজ্ঞাসাবাদ করা উচিত প্রশাসনের।
গত সপ্তাহেই বন্ধুদের সঙ্গে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ওই দেশে ঘুরতে গিয়েছিলেন পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুদীক্ষা কোনাঙ্কি। ২০ বছর বয়সি ওই তরুণী গত বৃহস্পতিবার পুন্টা কানা শহরে সমুদ্রসৈকত থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন। তারপর থেকে জোরদার তল্লাশি চালাচ্ছে ডমিনিকান প্রজাতন্ত্র কর্তৃপক্ষ।নিখোঁজ ছাত্রীর খোঁজে ড্রোন, হেলিকপ্টার এবং নৌবাহিনী-সহ বিভিন্ন সংস্থা কাজ করছে। ভারতীয় দূতাবাস ডোমিনিকান প্রজাতন্ত্রে তল্লাশি কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করছে।ডমিনিকান ন্যাশনাল এমার্জেন্সি সিস্টেম থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, নিখোঁজ তরুণীকে বৃহস্পতিবার ভোরে পুন্টা কানার রিউ রিপাব্লিকা হোটেলের সমুদ্রসৈকতে শেষবার দেখা গিয়েছিল। তার আগে ৫ মার্চ রাতে ওই তরুণী তাঁর বন্ধুদের সঙ্গে একটি নাইটক্লাবে গিয়েছিলেন। ছাত্রীর খোঁজে পুরোদমে তল্লাশি শুরু হলেও এখনও পর্যন্ত কোনও চিহ্ন মেলেনি তাঁর।
অন্যদিকে এক তদন্তকারী টিজে ওয়ার্ড জানান, 'সবাই মনে করছে ওই ছাত্রী জলে ডুবে গিয়েছে। কিন্তু আমার আলাদা অনুভূতি হয়েছিল। ওই ছাত্রী ডুবে যায়নি। কেউ তাকে সমুদ্রে ফেলে দিতে পারে। আমি কিছু নতুন তথ্য জানতে পেরেছি।আমাদের সেই সব তথ্য খতিয়ে দেখা দরকার।সুদীক্ষা কোনাঙ্কির সঙ্গে শেষবার সে যুবককে ভোর ৫ টাই দেখা গিয়েছিল, তাঁকে নিয়ে আমি উদ্বিগ্ন।এবার লক্ষ্য করতে হবে ওই যুবক সত্য কথা বলছে কিনা।' তিনি আরও বলেন, 'আমরা মনে হয় এই ঘটনার সঙ্গে আরও অনেক কিছু জড়িত।ওই যুবক বেশ কয়েকবার তাঁর বয়ান বদল করেছেন। আমার মনে হয় এই কারণেই তদন্তকারী সংস্থাগুলি তাকে আবার টার্গেট করছে এবং প্রত্যক্ষদর্শী ও তাদের সঙ্গে থাকা লোকদের জিজ্ঞাসাবাদ করছে। তাই, এমন অনেক তথ্য আছে যা এখনও পাওয়া যায়নি।অন্যদিকে ডোমিনিকান পুলিশ জানিয়েছে, শেষবারের মতো সুদীক্ষা কোনাঙ্কিকে যে যুবকের সঙ্গে দেখা গিয়েছিল, তাঁকেই ফের জেরা করা হচ্ছে।
স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোর ৪টা ১৫ মিনিটে নিখোঁজ হয়ে যান সুদীক্ষা।সমুদ্র সৈকতের অদূরে বসানো এক সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, ভোরে এক ঝাঁক তরুণ-তরুণীর সঙ্গে ছিলেন সুদীক্ষাও। তবে ভোর ৫ টা ৫৫ মিনিটে তার বেশিরভাগ বন্ধু হোটেলে ফিরে আসলেও সুদীক্ষা একজন ব্যক্তির স্বর্গে সমুদ্র সৈকতেই থেকে গিয়েছিল। এখনও পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। ওই ব্যক্তি তদন্তকারীদের জানিয়েছে, তারা সমুদ্রে সাঁতার কাটতে গিয়েছিলেন এবং প্রবল ঢেউয়ের কবলে পড়েন। তীরে ফিরে এসে তিনি বমি করেন এবং একটি লাউঞ্জ চেয়ারে ঘুমিয়ে পড়েন। কিন্তু ঘুম থেকে উঠে দেখেন সুদীক্ষা কোথাও নেই।সিসিটিভি ক্যামেরায় সকাল ৯টা ৫৫ মিনিটে ওই ব্যক্তিকে হোটেল রুমে ফিরে আসতে দেখা গিয়েছে।
অন্যদিকে, ডোমিনিকান প্রেসিডেন্ট লুইস আবিনাদার এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।তিনি বলেন, সমস্ত সরকারি সংস্থা অনুসন্ধান করছে।এদিকে, মেয়ের নিখোঁজ হওয়ার খবর পেয়ে ভেঙে পড়েছে সুদীক্ষার পরিবার। ইতিমধ্যে সুদীক্ষার বাবা, মা এবং পরিবারের সদস্যরা ডমিনিকান প্রজাতন্ত্রে পৌঁছে গিয়েছেন।