বাংলা নিউজ > ঘরে বাইরে > SEBI on Adani Issue: বাজারকে সুশৃঙ্খল রাখতে বদ্ধপরিকর, আদানি প্রসঙ্গে সেবি

SEBI on Adani Issue: বাজারকে সুশৃঙ্খল রাখতে বদ্ধপরিকর, আদানি প্রসঙ্গে সেবি

ফাইল ছবি: রয়টার্স (Reuters)

বিবৃতিতে সরাসরি আদানি গোষ্ঠীর নাম উল্লেখ করেনি SEBI । পুঁজিবাজার পর্যবেক্ষণকারী সংস্থা খালি এটুকু জানিয়েছে যে, গত সপ্তাহ থেকে এক ব্যবসায়িক গোষ্ঠীর স্টকে অস্বাভাবিক গতিবিধি শুরু হয়েছে। বলাই বাহুল্য, আদানি গোষ্ঠীর শেয়ারগুলি নিয়েই এমনটা বলছে সেবি।

আদানি পরিস্থিতি নিয়ে অবশেষে মুখ খুলল বাজার নিয়ন্ত্রক SEBI । শনিবার সেবি জানিয়েছে, তারা শেয়ার বাজারের নির্ভরযোগ্যতা সুনিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শেয়ার বাজারের মাত্রারিতিক্ত অস্থিরতা মোকাবিলার জন্য পর্যাপ্ত নজরদারির ব্যবস্থা রয়েছে। তবে বিবৃতিতে সরাসরি আদানি গোষ্ঠীর নাম উল্লেখ করেনি SEBI । পুঁজিবাজার পর্যবেক্ষণকারী সংস্থা খালি এটুকু জানিয়েছে যে, গত সপ্তাহ থেকে এক ব্যবসায়িক গোষ্ঠীর স্টকে অস্বাভাবিক গতিবিধি শুরু হয়েছে। বলাই বাহুল্য, আদানি গোষ্ঠীর শেয়ারগুলি নিয়েই এমনটা বলছে সেবি। আরও পড়ুন: আদানি কাণ্ডে দেশ তোলপাড়! আর্থিক নথি খতিয়ে দেখা শুরু করল কেন্দ্র

সেবি জানিয়েছে, বাজার যাতে সুশৃঙ্খল এবং সুষ্ঠ থাকে, সেটা বজায় রাখাই তাদের লক্ষ্য। সেই কারণে 'নির্দিষ্ট স্টকগুলি'র অত্যধিক অস্থিরতা মোকাবিলার জন্য একটি বাড়তি নজরদারি ব্যবস্থা (ASM ফ্রেমওয়ার্ক সহ) জারি করেছে। নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে নিজে থেকেই সেই নজরদারি প্রক্রিয়া চালু হয়ে যায়, জানিয়েছে SEBI ।

BSE এবং NSE আদানি গ্রুপের তিনটি সংস্থা- আদানি এন্টারপ্রাইজ, আদানি পোর্টস ও স্পেশাল ইকোনমিক জোন এবং অম্বুজা সিমেন্ট-কে তাদের স্বল্পমেয়াদী বাড়তি নজরদারি প্রক্রিয়ার (ASM) আওতায় রেখেছে। তবে আদানি গোষ্ঠী নিয়ে তারা কোনও তদন্ত করছে কিনা, তা উল্লেখ করেনি সেবি।

মার্কিন শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পর থেকেই আদানি গোষ্ঠীর শেয়ারে ধস নেমেছে। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার কারচুপি, অ্যাকাউন্টিং জালিয়াতি এবং বিপুল দেনার অভিযোগ তোলে। আর তারপরেই আকষ্মিক পতন হয় আদানি গোষ্ঠীর শেয়ারে। আদানি গোষ্ঠী বারবার এই রিপোর্ট 'ভিত্তিহীন' বলে জানিয়েছে। তবে তাতে লাভ হয়নি। দ্রুত হারে নিম্নমুখী হয়েছে সংস্থার স্টকের দাম।

এতদিন বিরোধী রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের একাংশ এই বিষয়ে সেবি-র পদক্ষেপের দাবি তুলেছিলেন। আদানির বিষয়ে SEBI আদৌ নজর রাখছে কিনা, এমনই প্রশ্ন তুলেছেন বিরোধীদের একাংশ। সংসদের কার্যক্রমেও বারবার এই ইস্যু উঠে এসেছে।

সূত্রের খবর, বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃবর্গ সেবি এবং সরকারকে এই বিষয়ে তদন্তের অনুরোধ করে চিঠি দিয়েছেন। তাঁদের দাবি, যৌথ সংসদীয় কমিটি বা আদালত নির্ধারিত কমিটির মাধ্যমে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করা হোক। আরও পড়ুন: Adani-র FPO বাতিলের ফলে ভারতের ভাবমূর্তিতে কোনও প্রভাব পড়বে না, আশ্বাস অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

পরবর্তী খবর

Latest News

আর্সালান-এর আগে-পরে শব্দ জুড়ে বিরিয়ানির দোকান চালানো যাবে না: কলকাতা হাইকোর্ট ধুতি-পাঞ্জাবিতে বাঙালি বাবু! সুরুচি সংঘে অরূপের সঙ্গে ঢাক বাজালেন ব্রায়ান লারা পুজোয় দিনভর বাইরে খাওয়া দাওয়া? পেট ভালো রাখতে পাতে রাখুন এই খাবারগুলি রতন থেকে সইফুল্লাহ! বাংলাদেশে চাকরি বাঁচাতে ধর্ম বদল, নথি দেখালেন তসলিমা বায়ুসেনার অনুষ্ঠানে চরম অব্যবস্থা, চেন্নাইয়ে প্রবল ভিড় ও গরমে মৃত ৫, অসুস্থ ১০০ অবিশ্বাস্য নো-লুক শটের পরেই ব্যাট উড়ল হার্দিকের হাত থেকে, বাউন্ডারির বাইরে বল কলকাতায় বাংলাতেই লেখা হোক সাইনবোর্ড, ধ্রুপদী স্বীকৃতির পরে নতুন করে ভাবছে পুরসভা পটাশপুরে মৃতার ময়নাতদন্তে অখুশি গোটা পরিবার, দেহ নিতে অস্বীকার, মামলার হুমকি IND vs BAN 1st T20I: ৪৯ বল বাকি থাকতেই জয়! নতুন ইতিহাস লিখল সূর্যকুমারের ভারত পুজোয় ডিম দিয়ে রেঁধে ফেলুন ঠাকুরবাড়ির বিশেষ পদ ‘চাও চাও’, রইল রেসিপি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.