ফরাসি যুদ্ধবিমান রাফালের দ্বিতীয় স্কোয়াড্রন উত্তরবঙ্গে রাখা হবে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার জানা গিয়েছে, এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে ভারতে ফের আসবে রাফাল যুদ্ধবিমান। তবে তা মে মাসে আকাশে উড়বে। একই সময়ে প্রশিক্ষণ নিয়ে পাইলটরা ফ্রান্স থেকে ভারতে ফিরবেন। তাই তখন আকাশে উড়বে যুদ্ধবিমান রাফাল।
জানা গিয়েছে, আলিপুরদুয়ারের হাসিমারা যুদ্ধবিমান ঘাঁটিতে রাখা হবে এই বিমানগুলিকে। এর আগে ২০২০ সালের জুলাই মাসে প্রথম দফায় রাফাল যুদ্ধবিমান আসে ভারতে। সেপ্টেম্বর মাসে সেগুলি আম্বালা যুদ্ধবিমান ঘাঁটিতে রাখা হয়। গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনে যুক্ত হয় সেগুলি। এখনও পর্যন্ত ১১টি রাফাল এসেছে ভারতে। এরপর যেই যুদ্ধবিমানগুলি আসবে, তাতে প্রথম স্কোয়াড্রন পূর্ণ হয়ে যাবে। তারপরেই দ্বিতীয় স্কোয়াড্রন তৈরির কাজ শুরু হবে যেটি থাকবে হাসিমারাতে।
উল্লেখ্য, ২০১৬ সালে ৩৬টি রাফাল কেনার জন্য ফ্রান্সের সঙ্গে চুক্তি করেছিল ভারত। ১৯৯৭ সালে শেষবার রাশিয়ার থেকে সুখোই বিমান কিনেছিল ভারত। লাদাখ অঞ্চলেও রাফাল উড়েছে। প্রায় ৭ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে ফ্রান্স থেকে ভারতে আসে প্রথম দফার এই রাফাল যুদ্ধবিমান।