Security Camp in Bastar: ধুসর হচ্ছে লালচক্ষু, দক্ষিণ বস্তারে সাবেক মাওবাদী হার্টল্যান্ডে নিরাপত্তাবাহিনীর ছাউনি
Updated: 16 Dec 2024, 01:08 PM ISTমাও নেতা মাধবী হিদমার নামে বস্তারের বহু এলাকা এককা... more
মাও নেতা মাধবী হিদমার নামে বস্তারের বহু এলাকা এককালে কাঁপত। এবার দক্ষিণ বস্তারে নিরাপত্তা বাহিনী তৈরি করল সিকিউরিটি ক্যাম্প।
টার্গেট রয়েছে ২০২৬ সালের মধ্য়ে মাওবাদীদের নিশ্চিহ্ন করার। আর তার লক্ষ্যেই ধীরে ধীরে মাওবাদী ডেরার কেন্দ্রীয় অঞ্চলগুলির কাছে ঢুকছে ফোর্স। সদ্য ছত্তিশগড়ে বীজাপুর-সুকমা সীমান্তের গোল্লা কোন্ডা বেস খুলে দেওয়া হয়েছে। কাকতালীয়ভাবে এই ঘটনা ঘটে গিয়েছে অমিত শাহের এলাকায় উপস্থিতির সময়ই। উল্লেখ্য, বস্তার ডিভিশনে এই বছরে ২৫ ফরোয়ার্ড অপারেটিং ছাউনি বা নিরাপত্তা বাহিনীর ক্যাম্প তৈরি হয়েছে। এগুলি রয়েছে বীজাপুর, কঙ্কর, দান্তেওয়াড়া, নারায়ণপুরে রয়েছে।
(প্রতীকী ছবি) পরবর্তী ফটো গ্যালারি