বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। বৃহস্পতিবার কাশ্মীরে তিনি জানিয়েছেন, চিনের সাধারণ মানুষ নন, চিনের কিছু রক্ষণশীল নেতা আমাকে বিচ্ছিন্নতাবাদী বলে উল্লেখ করে সমালোচনা করেন। কিন্তু বর্তমানে চিনের সাধারণ মানুষ আরও বেশি করে বুঝছেন যে দলাই লামা স্বাধীনতা চাইছেন না। চিনের মধ্য়েই তিনি স্বায়ত্ত্বশাসন চাইছেন। তিব্বতীয় বৌদ্ধ সংস্কৃতি যাতে বেঁচে থাকে সেজন্য আমি এটা চাইছি।
তিনি বলেন, তিব্বতীয় বৌদ্ধধর্ম সম্পর্কে আরও বেশি করে চিনা নাগরিকরা আগ্রহ দেখাচ্ছেন। বর্তমানে কিছু চাইনিজ বুদ্ধিজীবী বুঝতে পেরেছেন তিব্বতীয় বৌদ্ধ ধর্ম জ্ঞানের আকর। এটি অত্যন্ত বিজ্ঞানসম্মত ধর্ম।
তবে তিনি লাদাখে চিনের আগ্রাসন নিয়ে কোনও কথা বলতে চাননি। তিনি এব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, যেখানেই আমি যাই সেখানেই বলি মানুষ সকলেই ভাই-বোন। তাদের মধ্যে লড়াইয়ের কোনও জায়গা নেই।মানব সমাজের একসঙ্গে বসবাস করা দরকার।
প্রসঙ্গত দুদিনের কাশ্মীর ও লাদাখ সফরে এসেছেন দলাই লামা। শুক্রবার তিনি লেহতে যাবেন। কোভিড অতিমারির ভয়াবহতার পরে এই প্রথম তিনি সরকারিভাবে ধর্মশালার বাইরে কোনও জায়গায় সফরে বের হলেন।শুক্রবার তিনি লেহর মঠে যেতে পারেন। এদিকে ওয়াকিবহাল মহলের মতে দলাই লামার এই সফরকে ঘিরে স্বাভাবিকভাবে অস্বস্তিতে চিন।