শেয়ার বাজারে ইতিহাস তৈরি হল। ইতিহাসে প্রথমবার ৮০,০০০ পয়েন্টের গণ্ডি পার করল সেনসেক্স। একইভাবে বাজার খোলার পরই সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে নিফটি। শেয়ার বাজারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯ টা ১ মিনিটে ৮০,১৩১.৩৩ পয়েন্টে পৌঁছে যায় বিএসইয়ের (পূর্বতন বম্বে স্টক এক্সচেঞ্জ) সূচক সেনসেক্স। চার মিনিট (সকাল ৯ টা ৫ মিনিট) পরে সেটা আরও বেড়ে ৮০,১৪০.৯৫ পয়েন্টে পৌঁছে যায়। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) তথ্য অনুযায়ী, ২৪,৩২০.৯৮ পয়েন্টে পৌঁছে যায় সূচক নিফটি৫০। বিশেষজ্ঞদের মতে, বেসরকারি ব্যাঙ্ক HDFC ব্যাঙ্কের হাত ধরে শেয়ার বাজারের সেই উত্থান হয়েছে। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি নিয়ে নুভামা অল্টারনেটিভ অ্যান্ড কোয়ান্টিয়েটিভ রিসার্চের প্রধান অভিলাষ পাগাড়িয়া জানিয়েছেন, এখন শেয়ার বাজারকে 'বুস্টার' দেবে HDFC ব্যাঙ্ক। তার ফলে শেয়ার বাজারের উত্থান হবে।
আরও পড়ুন: Bizarre: এই গণিত শিক্ষক বিশ্বের ১৬৫ জন শিশুর বাবা! তাঁর কারণে আরও ১০ জন নারী এখন গর্ভবতী
শৃঙ্গে HDFC ব্যাঙ্কের শেয়ার
বুধবার বাজার খোলার পরে এনএসইতে ৩.৬৬ শতাংশ উত্থান হয়েছে HDFC ব্যাঙ্কের। তার ফলে প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১,৭৯৪ টাকা। অন্যদিকে, সকাল ৯ টা ৪১ মিনিটে বিএসইতে HDFC ব্যাঙ্কের প্রতিটি শেয়ারের দাম পড়ছে ১,৭৭৬.৭ টাকা। মঙ্গলবার বাজার বন্ধের সময় HDFC ব্যাঙ্কের প্রতিটি শেয়ারের দাম ১,৭৩০.৫৫ টাকা ছিল। আর বাজার খোলার সময় সেটা দাঁড়ায় ১,৭৮৯ টাকায়। একটা সময় ১,৭৯১.২৫ টাকায় পৌঁছে যায়। যা ৫২ সপ্তাহের সর্বোচ্চ।
তবে কিছুটা রিলায়েন্স, ইনফোসিস, TCS-র উপরে পড়তে পারে নেতিবাচক প্রভাব
HDFC ব্যাঙ্কের সেই উত্থান নিয়ে জিয়োজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেসের চিফ ইনভেসমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভিকে বিজয়কুমার জানিয়েছেন যে গত কয়েকদিন যে পথে এগিয়েছে HDFC ব্যাঙ্ক, তাতে আগামী কয়েকদিন সেই উত্থান জারি থাকবে। তবে আপাতত যা পরিস্থিতি, তাতে নিফটি সূচকে কয়েকটি প্রথমসারির সংস্থার উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), ইনফোসিস এবং আইসিআইসিআই ব্যাঙ্কের মতো সংস্থার শেয়ারের উপরে নেতিবাচক পড়তে পারে বলে জানিয়েছেন জিয়োজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেসের চিফ ইনভেসমেন্ট স্ট্র্যাটেজিস্ট।