বাংলা নিউজ > ঘরে বাইরে > বিচার প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগ তুলে অনশন শুরু ইয়াসিন মালিকের

বিচার প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগ তুলে অনশন শুরু ইয়াসিন মালিকের

ইয়াসিন মালিক। ফাইল ছবি।

জেল সূত্রে জানা গিয়েছে, আজ সকাল থেকেই বেশ কয়েকবার অনশন ভাঙাতে ইয়াসিনের সঙ্গে কথা বলেন জেলের আধিকারিকরা। কিন্তু, তিনি নিজের সিদ্ধান্তেই অনড় রয়েছেন। প্রসঙ্গত, কাশ্মীরের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের প্রধান ছিলেন ইয়াসিন মালিক।

বিচার প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগ তুলে অনশন শুরু করলেন কাশ্মীরের এক সময়কার ত্রাস বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক। বর্তমানে তিনি তিহার জেলে রয়েছেন। আজ সকাল থেকেই তিনি খাবার এবং জল ত্যাগ করেছেন বলে জেল সূত্রে জানা গিয়েছে। তার দাবি, তার বিরুদ্ধে যে তদন্ত হয়েছে তা সঠিকভাবে হয়নি। তাই অবিলম্বে সঠিক তদন্তের দাবিতে তিনি তিহার জেলে বসে অনশন শুরু করেছেন। প্রসঙ্গত, জঙ্গি যোগের কথা স্বীকার করে নিয়েছেন ইয়াসিন মালিক। তারপরও তিনি কেন ফের সঠিকভাবে তদন্তের দাবি জানিয়েছেন তাই নিয়ে উঠেছে প্রশ্ন।

জেল সূত্রে জানা গিয়েছে, আজ সকাল থেকেই বেশ কয়েকবার অনশন ভাঙাতে ইয়াসিনের সঙ্গে কথা বলেন জেলের আধিকারিকরা। কিন্তু, তিনি নিজের সিদ্ধান্তেই অনড় রয়েছেন। প্রসঙ্গত, কাশ্মীরের নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের প্রধান ছিলেন ইয়াসিন মালিক। নিষিদ্ধ সংগঠনটি নব্বইয়ের দশকে কাশ্মীরে ব্যাপক সন্ত্রাস তৈরি করেছিল। কাশ্মীরের তৎকালীন মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সইদের কন্যা রুবাইয়া সইদকে অপহরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও বিভিন্ন ধরনের জঙ্গিমূলক কাজের অভিযোগ রয়েছে। নিষিদ্ধ এই সংগঠনটি পাক মদতপুষ্ট। স্বাধীনতার নামে এই সংগঠন সেনা জওয়ান থেকে শুরু করে বহু নিরীহ মানুষকে নিশানা করেছে।

২০১৯ সালে পুলওয়ামা হামলার ঘটনায় ইয়াসিন মালিকের যোগ থাকার অভিযোগ ওঠে। এর পরেই ইয়াসিন মালিককে গ্রেফতার করে পরে এনআইএ। ২০২০ সালের মার্চ মাসে তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু হয়। তিনি ১৯৯০ সালে কাশ্মীরে বায়ুসেনা আধিকারিকদের উপর হামলার ঘটনাতে জড়িত রয়েছেন। বেশ কয়েক বছর মামলা চলার পর তিনি গত ২৫ মে অপরাধের কথা স্বীকার করেন। এরপরে মালিককে দোষী সাব্যস্ত করে দিল্লির এনআইএ আদালত।

ঘরে বাইরে খবর

Latest News

রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.