করোনা যোদ্ধাদের পর এবার দেশের প্রবীণ নাগরিকরা টিকা পাচ্ছেন। সারা দেশ জুড়েই চলছে এই মহাযজ্ঞ। জুনের মধ্যে তিরিশ কোটি ভারতীয়কে করোনা টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এই কাজে মানুষের পাশে দাঁড়াতে বিজেপি সাংসদদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ভ্যাকসিন সেন্টারের পাশে দলের বুথ তৈরি করার নির্দেশও দিলেন মোদী।
চলতি সপ্তাহে তিনি দলের সাংসদদের সঙ্গে বৈঠক করেন। সেখানে দল যে ভালো কাজ করছে সেটা তুলে ধরেন তিনি। একই সঙ্গে যে সব সাংসদ সংসদে অনিয়মিত, তাদের তুলোধোনা করেন তিনি। সূত্রের খবর, মোদী বলেন যে বিজেপি যেন মানুষকে টিকা নিতে সাহায্য করে। শুধু ভোটের সময়ই কেন দলের বুথ তৈরি করা হয়, তিনি সেই প্রশ্ন করেন। মোদী বলেন যে অনেকেই সঠিক নথিপত্র ছাড়া আসেন, তাদের সাহায্যের প্রয়োজন ও দলের উচিত সেই কাজে রত হওয়া। এই পুরো কাজে দেশের মানুষের পাশে আছে বিজেপি, এটা বোঝাতে হবে বলে তিনি জানান, বিজেপি সূত্রে খবর।
একই কথা বলেন বিজেপি দলনেতা জে পি নড্ডা। ইতিমধ্যেই ওরকম ক্যাম্প তৈরি করতে সমস্ত রাজ্য ইউনিটকে বলে দেওয়া হয়েছে বলে তিনি জানান। বিজেপি সভাপতি বলেন গত বছরের মার্চের শুরুতে তাঁর সঙ্গে মোদীর যখন কথা হয়, তখনই প্রধানমন্ত্রী বলেছিলেন যে এটা খুব কঠিন বছর হবে। নড্ডা বলেন করোনাকালে ভারত যেভাবে পরিকাঠামো বৃদ্ধি করতে পেরেছে, তার জন্যই দেশ সফল ভাবে মহামারীর বিরুদ্ধে লড়তে পেরেছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। বিজেপি সাংসদ রাকেশ সিনহা বলেন যে এই কঠিন সময় রাজনীতির কথা না ভেবে সামাজিক কর্মী হিসেবে সকলের কাছে সাহায্য পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন মোদী।
তবে যারা সংসদে অনিয়মিত, তাদের তিরস্কার করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন মানুষের জন্য, মানুষের ভোটে আপনারা এসেছেন এখানে, দল আপনাদের জিতিয়েছে, তাহলে বারবার বলতে হচ্ছে কেন সংসদে উপস্থিত থাকার কথা। এই কথা যেন ফের না বলতে হয়, সতর্ক করে দিয়ে বলেন মোদী। অতীতেও এই নিয়ে সাংসদদের সতর্ক করে দিয়েছেন মোদী। স্বাধীনতার ৭৫ বছর উদযাপন যাতে সফল হয় তার জন্যেও বিশেষ বার্তা দেন প্রধানমন্ত্রী।