প্রসূন কে মিশ্র
বিহারে বেআইনী মদের বিরুদ্ধে অভিযানে নেমে দুষ্কৃতীদের হামলার মুখে পুলিশ ও আবাগারি দফতরের কর্মী আধিকারিকরা। আবগারি দফতরের সাতজন আধিকারিক( একজন ইনসপেক্টর সহ) দুজন মহিলা কনস্টেবলের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। তাদের গাড়িতেও ভাঙচুর করা হয়েছে। বিহারের দয়ালবিঘা গ্রামের মুফস্সিল থানা এলাকার ঘটনা। সোমবার সন্ধ্যায় তাদের উপর এই হামলা চালানো হয় বলে অভিযোগ।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে আবগারি আধিকারিকরা অভিযানে নামে। এরপর চারজন পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলেন তারা। তাদেরকে নিয়ে যখন গ্রাম ছেড়ে চলে আসছেন আধিকারিকরা তখনই ওই গাড়ির উপর পাথর বৃষ্টি শুরু হয়। একেবারে ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা।
এরপর দুষ্কৃতীরা ধৃতদের নিয়ে পালিয়ে যায়। আতঙ্কে আবগারি ও পুলিশের কর্মী আধিকারিকরা প্রাণ ভয়ে পালিয়ে যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। তবে আবগারি দফতরের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অমৃতা কুমারি জানিয়েছেন, তিনজন আধিকারিক সামান্য জখম হয়েছেন। গাড়িটির সামান্য ক্ষতি হয়েছে। সকলেই নিরাপদে রয়েছেন।
তবে ঘটনার পরে ফের এলাকায় বিশাল বাহিনী নিয়ে যায় আবগারি দফতর ও পুলিশের টিম। দুজনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে বিহারে মদ নিষিদ্ধ। তার মধ্যেই গোপনে মদ পাচারের অভিযোগ ওঠে। তবে সেই মদের বিরুদ্ধে অভিযানে নেমে হামলার মুখে পড়ল পুলিশ ও আবগারি দফতরের কর্মী আধিকারিকরা। একেবারে আসামি ছিনিয়ে নিয়ে চলে গেল দুষ্কৃতীরা। আতঙ্কে গা ঢাকা দিল পুলিশ। এমনটাই সূত্রের খবর।
তবে থানার স্টেশন হাউজ অফিসার রিজওয়ান আহমেদ জানিয়েছেন, এব্যাপারে তাঁর কাছে কোনও তথ্য় নেই এক্সাইজ ডিপার্টেমেন্টও তাঁর কাছে এনিয়ে কোনও অভিযোগ জানায়নি।