শুক্রবার, অর্থাৎ ১ নভেম্বর, ২০২৪ থেকেই আর্থিক লেনদেনের উপর একগুচ্ছ পরিবর্তন কার্যকর হচ্ছে। যার মধ্যে রয়েছে - রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই-এর ডোমেস্টিক মানি ট্রান্সফার (ডিএমটি)-এর নতুন নিয়ম, ক্রেডিট কার্ড সংক্রান্ত নানা পরিবর্তন এবং এলপিজি সিলিন্ডারের দাম সংক্রান্ত পরিবর্তন।
এই বিষয়ে এনডিটিভি যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করা হয়েছে:
আরবিআই-এর নতুন ডোমেস্টিক মানি ট্রান্সফার (ডিএমটি) সংক্রান্ত নিয়ম:
গ্রাহকদের আর্থিক সুরক্ষার স্বার্থে ১ নভেম্বর থেকে নয়া এই নিয়ম কার্যকর হচ্ছে। উল্লেখ্য, গত জুলাই মাসে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি কর ছিল রিজার্ভ ব্যাঙ্ক।
তাতে বলা হয়েছিল, 'ব্যাঙ্কিং পরিষেবা প্রদান কেন্দ্রের সংখ্যা এখন অনেক বেড়েছে। ফান্ড ট্রান্সফার পদ্ধতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। কেওয়াইসি প্রক্রিয়াও আগের থেকে সহজ হয়েছে।...'
'...এখন টাকা পাঠানোর জন্য গ্রাহকদের কাছে একাধিক ডিজিট্যাল উপায় রয়েছে। বর্তমান এই ব্যবস্থাপনাগুলি সম্পর্কে সম্প্রতি একটি পর্যালোচনা সারা হয়।'
সূত্রের খবর, এরই প্রেক্ষিতেই সংশ্লিষ্ট ব্যবস্থাপনায় বা অর্থাৎ - ডোমেস্টিক মানি ট্রান্সফার (ডিএমটি)-এর ক্ষেত্রে নয়া নিয়ম কার্যকর করা হচ্ছে।
এসবিআই ক্রেডিট কার্ড সংক্রান্ত পরিবর্তন:
এসবিআই কার্ড হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি সহযোগী সংস্থা। তারা কিছু পরিবর্তন আনছে। যার জেরে অসুরক্ষিত এসবিআই ক্রেডিট কার্ডে ফিন্যান্স চার্জ প্রতি মাসে ৩৭.৫ শতাংশ বৃদ্ধি পাবে।
সেইসঙ্গে, যদি একটি নির্দিষ্ট বিলিং পিরিয়ডের মধ্য়ে কেনা পণ্য়ের মূল্য ৫০ হাজার টাকা ছাড়িয়ে যায়, তাহলে একটি ১ শতাংশ ফি বা অতিরিক্ত মূল্য চোকাতে হবে। তবে, নির্দিষ্টভাবে এই নিয়মটি কার্যকর হবে আগামী ১ ডিসেম্বর (২০২৪) থেকে।
আইসিআইসিআই ক্রেডিট কার্ড সংক্রান্ত পরিবর্তন:
আইসিআইসিআই ব্যাঙ্ক তাদের বিনামূল্যের পরিষেবাগুলি এবং ক্রেডিট কার্ড রিওয়ার্ড প্রোগ্রামে বদল এনেছে। যার ফলে বিভিন্ন ধরনের পরিষেবা প্রভাবিত হবে। সেই তালিকায় থাকছে - বিমা, মুদিখানার কেনাকাটা, বিমানবন্দরের লাউঞ্জে ঢোকা, জ্বালানির সারচার্জ মকুব, এমনকী লেট পেমেন্ট ফি-সমূহ।
যদিও এগুলি কার্যকর করা হবে আগামী ১৫ নভেম্বর (২০২৪) থেকে।
এবার থেকে আর স্পা-এ গিয়ে বিশেষ সুবিধা পাওয়া যাবে না। ১ লক্ষ টাকার বেশি খরচের ক্ষেত্রে জ্বালানির সারচার্জও আর মকুব করা হবে না। সরকারি লেনদেন করলে কোনও রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে না।
বার্ষিক খরচের ক্ষেত্রে একটি সীমা নির্ধারিত থাকবে। থার্ড পার্টির মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে কোনও পেমেন্ট করা হলে ১ শতাংশ ফি ধার্য করা হবে। এবং এরই সঙ্গে লেট পেমেন্ট চার্জও সংশোধন করা হয়েছে।
ইন্ডিয়ান ব্যাঙ্কের বিশেষ এফডি-র সময়সীমা:
ইন্ডিয়ান ব্যাঙ্কের বিশেষ এফডি বা স্পেশাল ফিক্সড ডিপোজিটে কেবলমাত্র আগামী ৩০ নভেম্বরের (২০২৪) মধ্যেই বিনিয়োগ করা যাবে। কারণ, ওটাই চূড়ান্ত সময়সীমা।
এক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের জন্য সুদের হার থাকবে ৭.০৫ শতাংশ। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে তা হবে ৭.৫৫ শতাংশ এবং 'ইন্ড সুপার ৩০০ দিন'-এ অধিক প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে তা হবে ৭.৮০ শতাংশ।
এছাড়াও, নির্দিষ্টভাবে ৪০০ দিনের জন্য ব্যাঙ্ক সাধারণ বিনিয়োগকারীদের ৭.২৫ শতাংশ, প্রবীণদের ৭.৭৫ শতাংশ এবং অধিক প্রবীণদের ৮.০০ শতাংশ হারে সুদ দেবে।
এক্ষেত্রে কমপক্ষে ১০ হাজার টাকার বেশি এবং সর্বাধিক ৩ কোটি টাকার কম বিনিয়োগ করা যাবে। এর জন্য সংশ্লিষ্ট ফর্মের এফডি/এমএমডি অপশন অনুসারে বিনিয়োগ করতে হবে।
ট্রেনের আগাম টিকিট কাটার ক্ষেত্রে পরিবর্তন:
ভারতীয় রেল আগেই ঘোষণা করেছিল, তারা আগাম টিকিট কাটার সময়সীমা কমিয়ে আনবে। এত দিন নিয়ম ছিল, ১২০ দিন আগে আগাম টিকিট কাটতে হবে। এবার থেকে ৬০ দিন আগেই টিকিট কাটা যাবে।
এই নয়া নিয়ম ১ নভেম্বর (২০২৪) থেকে কার্যকর হয়ে গেলেও, যে যাত্রীরা আগেই টিকিট কেটেছেন, এতে তাঁদের কোনও সমস্যা হবে না।
ট্রাই-এর নতুন নিয়ম:
স্প্য়াম মেসেজ এবং মোবাইলের মাধ্যমে জালিয়াতি রুখতে, কোথা থেকে সংশ্লিষ্ট নম্বরে মেসেজ করা হচ্ছে, তা খুঁজে বের করার প্রক্রিয়া চালু করছে টেলিকম সংস্থাগুলি।
নয়া ব্যবস্থাপনার অধীনে আর্থিক লেনদেন সংক্রান্ত এবং বিজ্ঞাপনী বা প্রোমোশনাল মেসেজগুলির উপর নজরদারি চালানো হবে এবং সেগুলি ট্র্যাক করা হবে। যদি এমন কোনও মেসেজের উৎসের সন্ধান না পাওয়া যায়, তাহলে সেগুলি ব্লক করে দেওয়া হবে।
এলপিজি সিলিন্ডারের দাম সংক্রান্ত পরিবর্তন:
১ নভেম্বর থেকেই রান্নার গ্যাস, অর্থাৎ - এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তিত হবে। যার ফলে ঘরোয়া এবং বাণিজ্যিক, দুই ধরনের সিলিন্ডারের দামই পরিবর্তিত হবে।