অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার অনুষ্ঠিত এক ক্যাবিনেট বৈঠকে সরল নিরামিষ আহারের নির্দেশ লঙ্ঘন নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন। বৈঠকে পরিবেশিত মেনুতে মাংস ও মাছসহ একাধিক অমিষ পদ অন্তর্ভুক্ত হওয়ায় তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও পক্ষে-বিপক্ষে চর্চা শুরু হয়েছ।
শুক্রবার, হিমন্ত বিশ্ব শর্মা উপায়ুক্ত বরনালী ডেকাকে একটি চিঠি পাঠান, যার একটি অনুলিপি রাজ্যের মুখ্য সচিব রবি কোটাকেও দেওয়া হয়। চিঠিতে মুখ্যমন্ত্রী তাঁর অফিসের নির্দেশ লঙ্ঘনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন এবং বৈঠকে পরিবেশিত বিভিন্ন পদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
মুখ্যমন্ত্রীর চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ক্যাবিনেট বৈঠকের জন্য পূর্বে নির্দিষ্ট করা হয়েছিল সরল নিরামিষ আহারের ব্যবস্থা। তা সত্ত্বেও বৈঠকে পরিবেশিত মেনুতে মাংস ও মাছের মত অমিষ পদ অন্তর্ভুক্ত হওয়ায় মুখ্যমন্ত্রী শর্মা হতাশা ব্যক্ত করেছেন। এই ঘটনা মুখ্যমন্ত্রীর নির্দেশ লঙ্ঘনের পরিষ্কার প্রমাণ বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন। অযোধ্যায় রামপথে ধস, কাজে গাফিলতির অভিযোগ ৬ ইঞ্জিনিয়ার বরখাস্ত
এ ঘটনায় সামাজ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন সরকারি নির্দেশনা উপেক্ষা করে এমন ঘটনা কিভাবে ঘটতে পারে।
মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মার কড়া পদক্ষেপ এবং চিঠি পাঠানোর ঘটনায় প্রশাসনের মধ্যে নড়াচড়া পড়েছে। সরকারি কর্মকর্তারা এ বিষয়ে আরও সরকারি সূত্রে জানা গেছে, ভবিষ্যতে ক্যাবিনেট বৈঠক বা অন্য যে কোনও সরকারি অনুষ্ঠানে নির্দিষ্ট নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য নতুন নির্দেশিকা জারি করা হতে পারে। এ ধরনের পদক্ষেপ গ্রহণ করে সরকারি নির্দেশের সঠিক বাস্তবায়ন নিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে।
আর পড়ুন। শাহের পরে এবার মোদীর সঙ্গে বৈঠকে অনন্ত মহারাজ,কোচবিহারে মমতা গিয়েছিলেন তাঁর বাড়িতেই