হরিদ্বার: বুধবার রাস্তায় একটি গরুর কাটা মাথা পাওয়ার পর হরিদ্বার লাগোয়া জ্বালাপুরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে পুলিশ জানিয়েছে।
হরিদ্বার জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গরুর কাটা মাথা দেখে এলাকায় লোকজন জড়ো হতে শুরু করেছিল। ঘটনার খবর পেলেই কর্তৃপক্ষ শান্তি বজায় রাখার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
আরও পড়ুন - জানা গেল ট্যাংরায় নিহতদের নাম, ক্রমশ জোরাল হচ্ছে খুনের তত্ত্ব
পড়তে থাকুন - ওসিকে পিটিয়ে গ্রেফতার আরেক ওসি, চাঞ্চল্য পুলিশমহলে
জ্বালাপুর সার্কেল অফিসার অবিনাশ বর্মা বলেছেন, ‘আমরা এই বিষয়টি তদন্ত করার জন্য স্থানীয় থানার আধিকারিকদের একটি দল গঠন করেছি।’
পুলিশ জানিয়েছে, দেবভূমি ভৈরব সেবা সংগঠনের সাথে যুক্ত কিছু লোকও শ্যামপুর কলোনিতে ঘটনাস্থলে পৌঁছয়। কিছুক্ষণ পর তারা গরুর মাথাটি কাছাকাছি দুর্গা চকে নিয়ে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানায়। একই সঙ্গে গরু কাটার ঘটনায় জড়িতদের গ্রেফতার করার দাবি জানায়।
সংগঠনের সচিব চরণজিৎ পাওয়া বলেছেন, তারা গরু কাটার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
পাওয়া বলেছেন, ‘আমরা আশঙ্কা করছি যে কাছাকাছি এলাকায় গরু কাটা হচ্ছে। এটি হিন্দুদের অনুভূতিকে আঘাত করার একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা। আমরা এ ধরনের ঘটনা ঘটতে দেব না।’ এই এলাকায় বেশ কিছু মুসলিম জনবসতি রয়েছে।
আরও পড়ুন - স্কুলের মধ্যে ২ ছাত্রের মারামারি, সহপাঠীর ঘুসিতে মৃত্যু হল ১ জনের
পাওয়া বলেছেন, কর্তৃপক্ষ ‘যথাযথ ব্যবস্থা’ নেওয়ার আশ্বাস দেওয়ার পর তারা তাদের প্রতিবাদ প্রত্যাহার করেছেন।
বর্মা বলেছেন, পুলিশ তাদের আশ্বাস দিয়েছে যে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এরপর প্রতিবাদকারীরা কাটা মাথাটি সরিয়ে ফেলতে রাজি হয়।