বাংলা নিউজ > ঘরে বাইরে > যৌনকর্মীদের দিতে হবে আধার, ভোটার, রেশন কার্ড, নির্দেশ শীর্ষ আদালতের, রিপোর্ট তলব

যৌনকর্মীদের দিতে হবে আধার, ভোটার, রেশন কার্ড, নির্দেশ শীর্ষ আদালতের, রিপোর্ট তলব

যৌন কর্মীদের রেশন, আধার, ভোটার কার্ড দেওয়ার নির্দেশ আদালতের (HT_PRINT)

শীর্ষ আদালতের নির্দেশ, যৌন কর্মীদের রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড দেওয়ার কাজ কতটা হয়েছে তা চার সপ্তাহের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে।

সমস্ত যৌনকর্মীরা ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড পাবেন। এব্যাপারে যাবতীয় প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকার, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এব্যাপারে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। পাশাপাশি তাঁদের কাছে শুকনো রেশন পৌঁছে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। শীর্ষ আদালতের বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে,  যৌনকর্মীদের রেশনকার্ড ও পরিচয়পত্র দেওয়ার জন্য রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রায় ১ দশক আগে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত কেন এই নির্দেশ কার্যকর করা হয়নি তার কোনও কারণ নেই।

এদিকে মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে,পেশা নির্বিশেষে  নাগরিকদের মৌলিক সুবিধা প্রদান করা সরকারের বাধ্যতামূলক দায়িত্ব। শীর্ষ আদালতের নির্দেশ, যৌন কর্মীদের রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড দেওয়ার কাজ কতটা হয়েছে তা চার সপ্তাহের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে।পাশাপাশি শুকনো রেশন দেওয়ার ক্ষেত্রে পরিচয়পত্র বা অন্য়ান্য প্রমাণ দেখতে চেয়ে জোর করা যাবে না। জানিয়েছে আদালত।

এদিকে অতিমারিতে বিভিন্ন পেশার লোকজনই সমস্যায় পড়েছিলেন। যৌনকর্মীরাও তাঁদের মধ্য়ে অন্যতম। তবে তাঁদের একাংশের পরিচয়পত্রের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। যার জেরে তারা অনেক সময় সরকারি সুবিধা থেকে বঞ্চিত হন। সেই সংক্রান্ত একটি আবেদনের শুনানিতে বিশেষ নির্দেশ আদালতের।

বন্ধ করুন