বাংলা নিউজ > ঘরে বাইরে > অনাস্থার কাঁটা: ইমরান খানকে আগলাতে কাশ্মীর ইস্যু তুলে আনলেন পাক বিদেশমন্ত্রী

অনাস্থার কাঁটা: ইমরান খানকে আগলাতে কাশ্মীর ইস্যু তুলে আনলেন পাক বিদেশমন্ত্রী

সংসদে পাক বিদেশমন্ত্রী। (ANI Photo/ PTV) (PTV)

পাকিস্তানের বিদেশমন্ত্রীর দাবি, যখন ভারত দুর্ঘটনাবশত পাকিস্তানে মিসাইল ছুঁড়ল তখনই আমি বলেছিলাম এই অ্যাক্সিডেন্টাল মিসাইল অ্য়াক্সিডেন্টাল যুদ্ধের দিকেও নিয়ে যেতে পারে। ভারত অধিগৃহীত কাশ্মীরে কি মানবাধিকার লঙ্ঘন হয় না?

তুমুল টালমাটাল পরিস্থিতি পাকিস্তানে। অনাস্থা ভোটের মুখোমুখি হতে পারেন ইমরান খান। আর সেই কাপ্তানকে রক্ষা করতে এবার সেই কাশ্মীর ইস্যু তুলে কার্যত বাজার গরম করার চেষ্টা পাকিস্তানের বিদেশমন্ত্রীর। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট প্রসঙ্গে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশির দাবি,' পাকিস্তানের ব্যাপারে নানা ইস্যু রয়েছে। তারা (বিরোধী পক্ষ) এসব নিয়ে এত নীরব কেন? জম্মু- কাশ্মীর ইস্যু কি আমাদের ব্যাপার নয়? যদি ওদের বলা হয় একটা অবস্থান নিতে, তখন ওরা বলছেন, না ওটা দ্বিপাক্ষিক ব্যাপার।'

এর সঙ্গেই দুর্ঘটনাবশত ভারতীয় মিসাইলের পাকিস্তানের মাটিতে চলে যাওয়ার সেই পুরানো প্রসঙ্গ ফের তুলে আনলেন পাক বিদেশমন্ত্রী। এদিকে গত ৯ই মার্চের সেই ঘটনা প্রসঙ্গে ভারত আগেই জানিয়েছিল দুর্ঘটনাবশত সেটি চলে গিয়েছিল। আর তারপরেও সেই প্রসঙ্গ টেনে আনছে পাকিস্তান। পাকিস্তানের বিদেশমন্ত্রীর দাবি, ‘যখন ভারত দুর্ঘটনাবশত পাকিস্তানে মিসাইল ছুঁড়ল তখনই আমি বলেছিলাম এই অ্যাক্সিডেন্টাল মিসাইল অ্য়াক্সিডেন্টাল যুদ্ধের দিকেও নিয়ে যেতে পারে। ভারত অধিগৃহীত কাশ্মীরে কি মানবাধিকার লঙ্ঘন হয় না?’

এদিকে কুরেশির দাবি, ‘আমেরিকা বলছে তারা ভারতকে দেখে চিনের লেন্স দিয়ে। তবে পিটিআই সরকার সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়।’ তবে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির সাফ কথা, সুপ্রিম কোর্ট অনাস্থার পক্ষে রায় দিয়েছে। এই নির্দেশের বাইরে কোনও আলোচনা হবে না।

 

বন্ধ করুন