টাইমস ম্যাগাজিনের বিচারে ২০২০ সালে বিশ্বের প্রথম ১০০ জন প্রভাবশালীর তালিকায় জায়গা করে নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আয়ুষ্মান খুরানা। তালিকায় আছেন দিল্লির শাহিনবাগের ‘দাদি’ বিলকিস (৮২)। যিনি সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে বিক্ষোভের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন।
সিএএ ও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) বাতিলের দাবিতে গত ডিসেম্বরে শাহিনবাগে প্রতিবাদে সামিল হয়েছিলেন ৮২ বছরের ওই বৃদ্ধা। দিল্লির হাড়কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করে অসংখ্য মহিলা ও শিশুর সঙ্গে তাঁবুতে বসেছিলেন। বয়সের তোয়াক্কা না করেই আন্দোলনকারীদের সঙ্গে সুরে সুর মিলিয়েছেন ‘দাদি’। পরে করোনাভাইরাসের সংক্রমণ এবং লকডাউনের কারণে সেই জমায়েত উঠে যায়।
অন্যদিকে, এই তালিকায় আগেও ঠাঁই পেয়েছিলেন মোদী। তাঁর পাশাপাশি এবারের তালিকায় আছেন ‘বন্ধু’ ডোনাল্ড ট্রাম্প। প্রভাবশালীদের তালিকায় আছেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী তথা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেন। আছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার, তাইওয়ানের রাষ্ট্রপ্রধান সোসাই ইং-ওয়েন-সহ অন্যান্যরা।
এছাড়াও ভারতীয় বংশোদ্ভূত হিসেবে বিশ্বের প্রভাবশালীদের তালিকায় আছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্লিনিকাল মাইক্রোবায়োলজির অধ্যাপক রবীন্দ্র গুপ্ত এবং গুগলের পেরেন্ট সংস্থা আলফাবেটের সিইও সুন্দর পিচাই। ‘পাওনিয়ার’ বিভাগে জায়গা করে নেওয়া ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক গুপ্ত লন্ডনের এক এডস রোগীকে পুরোপুরি সারিয়ে তুলেছিলেন। যিনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিলেন। সুস্থ হয়ে গবেষক, চিকিৎসককে ধন্যবাদ জানিয়ে কলম ধরেছিলেন তিনি।