বাংলা নিউজ > ঘরে বাইরে > শাহিন বাগ শুনানি মুলতুবি রাখল শীর্ষ আদালত

শাহিন বাগ শুনানি মুলতুবি রাখল শীর্ষ আদালত

শাহিন বাগ থেকে প্রতিবাদ অবস্থান অন্যত্র সরানোর বিষয়ে দুই মধ্যস্থতাকারী নিয়োগ করে সুপ্রিম কোর্ট।

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পরে বিষয় সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট আদালতে জমা দিয়েছেন মধ্যস্থতাকারী দুই আইনজী্বী।

শাহিন বাগ মধ্যস্থতাকারীদের রিপোর্টে প্রচুর ‘যদি’ এবং ‘কিন্তু’ রয়েছে বলে বুধবার ওই মামলার শুনানিতে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। এই কারণে কোনও অন্তর্বর্তী নির্দেশ না দিয়ে আগামী ২৩ মার্চ ফের শুনানির দিন ধার্য করল শীর্ষ আদালত।

শাহিন বাগ থেকে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ অবস্থান অন্যত্র সরানোর বিষয়ে দুই মধ্যস্থতাকারী নিয়োগ করে সুপ্রিম কোর্ট। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পরে বিষয় সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট আদালতে জমা দিয়েছেন মধ্যস্থতাকারী দুই আইনজীবী সঞ্জয় হেগড়ে এবং সাধনা রামচন্দ্রন।

মুখবন্ধ খামে ভরে দুই দিন আগে জমা দেওয়া ওই রিপোর্টে যে সমস্ত সমস্যার কথা তুলে ধরা হয়েছে, সে সমস্ত বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করবে সুপ্রিম কোর্টের বিচারপতি এস কে কাউল ও বিচারপতি কে এম জোসেফের বেঞ্চ।

রিপোর্টটির আনুষ্ঠানিক নথিভুক্তিকরণ না করলেও তা কোনও আইনজীবীকে দেখার অনুমোদনও দেয়নি সুপ্রিম কোর্টের বেঞ্চ। মামলায় আবেদনকারীরা রিপোর্টের নকল চাইলে বেঞ্চের তরফে জানানো হয়, আপাতত তা গোপনীয়ই রাখা হবে। আদালত জানায়, ‘মধ্যস্থতাকারী নিয়োগের উদ্দেশ্য ভিন্ন। তাঁদের দেওয়া রিপোর্ট শুধুমাত্র আমাদের জ্ঞাতার্থের জন্য তৈরি হয়েছে।’

উল্লেখ্য, গত সপ্তাহে প্রধান তথ্য কমিশনার ওয়াজাহাত হবিবুল্লা জানিয়েছিলেন, শাহিন বাগে রাস্তার উপর অবস্থানরত সিএএ প্রতিবাদীদের জোর করে সরানোর কোনও চেষ্টা হলে তা তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে পারে। পুলিশের দ্বারা ওই সড়কে ব্যারিকেড তৈরি করায় এলাকায় যান চলাচলে কোনও প্রভাব ফেলেনি বলেও জানিয়েছিলেন হবিবুল্লা।

সংবিধান উল্লিখিত প্রতিবাদের মৌলিক অধিকারের কথা মাথায় রেখে অবস্থানকারীদের সঙ্গে বিক্ষোভস্থল সরানোর বিষয়ে আলোচনার উদ্দেশে তখনই দুই মধ্যস্থতাকারী নিয়োগ করার সিদ্ধান্তে পৌঁছয় শীর্ষ আদালত।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগেব অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন? আজ থেকে বক্রী গুরু, ভাগ্য হবে বিমুখ, ৪ রাশির এই ১১৯ দিন কাটবে দুঃস্বপ্নের মতো সরকারি হাসপাতালগুলির নিরাপত্তায় বাড়তি জোর, ইলেকট্রিক সাইকেলে কলকাতা পুলিশ ষষ্ঠীর সাজে ঝলমলে কাজল, গল্প জুড়লেন বোনের সঙ্গে ২৭ মিটার দৌড়ে উলটো হাতে অবিশ্বাস্য ক্যাচ হার্দিকের! কোলে তুলে নিলেন ফিল্ডিং কোচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.