বাংলা নিউজ > ঘরে বাইরে > Shahrukh Khan Calls Himanta Biswa Sarma: 'কে শাহরুখ' প্রশ্ন করা হিমন্তকে রাত ২টোর সময় ফোন কিং খানের, কী কথা হল দু'জনের?

Shahrukh Khan Calls Himanta Biswa Sarma: 'কে শাহরুখ' প্রশ্ন করা হিমন্তকে রাত ২টোর সময় ফোন কিং খানের, কী কথা হল দু'জনের?

শাহরুখ খান (PTI)

শাহরুখ অভিনীত সিনেমা পাঠান ঘিরে বিক্ষোভ নিয়ে প্রশ্ন করা হলে অসমের মুখ্যমন্ত্রী পালটা প্রশ্ন করেছিলেন, 'কে শাহরুখ খান?' তিনি দাবি করেন, তিনি শাহরুখ খানকে চেনেন না বা তাঁর সিনেমা পাঠান সম্পর্কে অবগত নন।

একদিন আগেই শাহরুখ খানকে চিনতে পারেননি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শাহরুখের সিনেমা 'পাঠান' নিয়ে বিক্ষোভ নিয়ে প্রশ্ন করা হলে হিমন্ত পালটা প্রশ্ন করেছিলেন 'কে শাহরুখ?' এরপর বলেছিলেন, 'কোনও উদ্বেগ থাকলে আমাকে ফোন করা উচিৎ ছিল শাহরুখের।' হিমন্তের এই মন্তব্যের পরই অসমের মুখ্যমন্ত্রীকে ফোন করলেন শাহরুখ। হিমন্ত বিশ্ব শর্মা সেই ফোনালাপের কথা স্বীকার করে জানান, তিনি শাহরুখকে আস্বস্ত করেছেন যে 'পাঠান' নির্বিঘ্নে প্রদর্শিত হবে অসমে। (আরও পড়ুন: 'যুগান্তকারী', ৫০ বছর পুরোনো সুপ্রিম রায় নিয়ে ধনখড়ের ভিন্নমত CJI চন্দ্রচূড়ের)

শাহরুখের সঙ্গে ফোনালাপের কথা জানিয়ে হিমন্ত একটি টুইট করে লেখেন, 'বলিউড অভিনেতা শাহরুখ খান আমাকে ফোন করেছিলেন এবং আমরা আজ সকাল ২টোর সময় কথা বলেছিলাম। তিনি তাঁর সিনেমার স্ক্রিনিংয়ের সময় গুয়াহাটিতে একটি ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। আমি তাঁকে আশ্বস্ত করেছি যে আইনশৃঙ্খলা বজায় রাখা রাজ্য সরকারের দায়িত্ব। আমরা খোঁজখবর নেব এবং এ ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটবে তা নিশ্চিত করব।'

এর আগে শাহরুখ অভিনীত সিনেমা পাঠান নিয়ে চরম বিতর্ক ও বিক্ষোভ নিয়ে প্রশ্ন করা হলে অসমের মুখ্যমন্ত্রী পালটা প্রশ্ন করেছিলেন, 'কে শাহরুখ খান?' তিনি দাবি করেন, তিনি শাহরুখ খানকে চেনেন না বা তাঁর সিনেমা পাঠান সম্পর্কে অবগত নন। উল্লেখ্য, অসমে 'পাঠান' সিনেমাটির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে বজরং দলের সদস্যরা। পাশাপাশি সিনেমার পোস্টার ছিঁড়ে তাতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও ওঠে। এই বিষয় নিয়ে প্রশ্ন করা হলেই হিমন্ত দাবি করেন, তিনি নাকি শাহরুখকে চেনেনই না।

এদিকে 'শাহরুখ খান কে' প্রশ্ন করার পর অবশ্য বিক্ষোভ প্রদর্শন নিয়ে তৎক্ষণাৎ মুখ খুলেছিলেন হিমন্ত। তিনি বলেন, 'শাহরুখ আমাকে কোনও ফোন করেননি। তবে তিনি ফোন করলে আমি বিষয়টি খতিয়ে দেখব। যদি আইনশৃঙ্খলা লঙ্ঘন হয়ে থাকে তাহলে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।' এদিকে বলিউডকে 'হেয়' করে হিমন্ত বলেছিলেন, অসমের লোকেদের অহমিয়া সিনেমা নিয়ে মাতামাতি করা উচিত। শীঘ্রই মুক্তি পেতে চলেছে অহমিয়া সিনেমা 'ডঃ বেজবড়ুয়া পার্ট ২'। তিনি সকলকে সেই সিনেমা দেখার আহ্বান জানান।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন