কেরলের কোঝিকোড়ে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় ধৃত শাহরুখ সইফি ইসলাম ধর্মের প্রচারক জাকির নায়েকের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। গতকাল এনআইএ দিল্লির শাহিনবাগ এলাকায় শাহরুখের বাড়ি সহ ১০টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা। সেখানে তল্লাশি চালিয়ে অন্যান্য সন্দেহভাজনদের পাশাপাশি শাহরুখ সইফির সম্পত্তিও বাজেয়াপ্ত করে। এনআইএ তদন্তে জানতে পেরেছে, সইফি জাকির নায়েক, পাকিস্তান-ভিত্তিক তারিক জামিল, ইসরার আহমেদ এবং তৈমুর আহমেদ-সহ বিভিন্ন উগ্র ইসলাম প্রচারকদের অনুগামী ছিলেন। বৃহস্পতিবার ওই এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে এনআইএ মোবাইল ফোন, ল্যাপটপ এবং হার্ডডিস্ক, অন্যান্য নথি-সহ বেশ কয়েকটি ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করেছে।
উল্লেখ্য, অগ্নিসংযোগের অভিযোগে ৬ এপ্রিল সইফিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আলেপ্পি কান্নুর এক্সিকিউটিভ এক্সপ্রেসের ডি ১ কোচে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। এই অগ্নি সংযোগের ঘটনায় একটি শিশু তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে, এই বিষয়ে কেরলের কোঝিকোড় রেলওয়ে থানায় একটি মামলা দায়ের হয়। ১৭ এপ্রিল এনআইএ এই ঘটনার তদন্তের দায়িত্ব নেয়।
আধিকারিকদের মতে, অপরাধের পিছনে পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র ছিল। অভিযুক্ত স্বীকার করেছে এই ঘটনার সঙ্গে একজন জড়িত ছিল না। অগ্নিসংযোগের ঘটনায় মহারাষ্ট্র পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) যৌথ অভিযান চালিয়ে শাহরুখকে গ্রেফতার করেছিল। জিজ্ঞাসাবাদের সময় বিশেষ তদন্ত দলের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের দাবি করেছিল শাহরুখ। প্রথমে সে দাবি করেছিল, তাকে কেউ ব্যবহার করছে এবং পরে এই বক্তব্য সে প্রত্যাহার করে নেয়। অবশ্য কেরল পুলিশ আগেই দাবি করেছিল জাকির নায়েকের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল অভিযুক্ত।
উল্লেখ্য, ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা এনআইএ প্রথম থেকেই কোচি শাখার অফিসারদের সঙ্গে যোগাযোগ রাখছিল। অফিসাররা হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছে আগুনের কারণ পরীক্ষা এবং ফরেনসিক বিশ্লেষণের জন্য নমুনা সংগ্রহ করেন। গত ২ এপ্রিল ট্রেনে আগুন লাগার পরেই আগুন থেকে বাঁচতে ট্রেন থেকে লাফ দিতে গিয়ে প্রাণ হারান তিন যাত্রী। পরে রত্নাগিরি থেকে গ্রেফতার করা হয় সইফিকে। এই ঘটনায় আরও কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup