বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্মফলদাতা শনিদেবের কৃপা পেলে অনেকেরই ভাগ্যে আসে উন্নতির জোয়ার। ২০২৫ সালে শনিদেব পর পর দুবার নিজের অবস্থান বদল করবেন। ২৮ ফেব্রুয়ারি ২০২৫ সালে শনিদেব অস্ত যাবেন, আর তারপর শনিদেব মীন রাশিতে প্রবেশ করবেন। চলতি বছরে শনিদেবের এই ২ চালে পর পর রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আসতে চলেছে তুমুল উন্নতি। কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন দেখা যাক।
মকর
শনিদেব মার্চে মীন রাশিতে প্রবেশ করতেই আপনার রাশির জাতক জাতিকারা সাড়েসাতি থেকে মুক্তি পাবেন। এই সময় চাকরিরতরা কর্মস্থলে নতুন দায়িত্ব পাবেন। চাকরি বদলের জন্য এই সময়টি একেবারে অনুকূল সময়। প্রপার্টি, শেয়ার বাজারের সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা বিপুল অর্থ লাভ করবেন। বিলাসিতার সামগ্রী আর ধন সম্পত্তিতে তুমুল উন্নতি হবে। এই সময় ব্যবসায়ীরা ভালো লাভ করবেন।
বৃষ
শনিদেব আপনার রাশির রোজগার লাভের স্থানে সঞ্চরণ করতে চলেছেন। আপনার আয়ে এই সময় বিপুল উন্নতি হবে। আপনার আয়ের দিক থেকে অনেক নতুন নতুন সূত্র থেকে টাকা রোজগারের যোগ তরি হবে। এই সময় মান সম্মান পাবেন। প্রচুর ধন সম্পত্তির প্রাপ্তি হবে। ব্যবসায়ীরা বিশেষ লাভ পাবেন। বাড়তি খরচা কম হবে। কাজের ক্ষেত্রে নতুন সম্ভাবনার রাস্তা খুলে যাবে। বিনিয়োগ থেকে ভালো লাভ পাবেন। ব্যবসায়ীরা এই সময় ভালো ডিল পেতে পারেন।
ধনু
শনিদেবের কৃপা বর্ষণ হবে ধনু রাশিতেও। শনিদেব আপনার রাশির চতুর্থভাবে গোচর করবেন। এই ভাবকে সুখ সম্পত্তির ভাব বলা হয়। এই সময় গাড়, বাড়ি পেতে পারেন। সংসারে আনন্দের স্রোত বইবে। আপনার মন ভালো থাকবে। কোনও পুরনো পারিবারিক বিবাদ থেকে মুক্তি পাবেন। এই সময় মা বাবার সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে।
(এই প্রতিবেদন মান্য়তা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )