একদিন আগেই নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি ইন্ডিয়া ব্লককে নেতৃত্ব দিতে প্রস্তুত। এই আবহে মতার মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিলেন এনসিপি-এসপি দলের প্রধান শরদ পাওয়ার। বার্তাসংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, এনসিপি-এসপি সূত্র দাবি করছে, শরদ পাওয়ার নাকি মমতার মন্তব্যকে সমর্থন করেছেন। এর আগে সমাজবাদী পার্টিও মমতার মন্তব্যকে সমর্থন করেছিল। যদিও ইন্ডিয়া ব্লকের অন্যতম শরিক সিপিআই এই নিয়ে দ্বিমত পোষণ করে। (আরও পড়ুন: ভারতকে অস্থিতিশীল করতে চায় USA, অভিযোগ করে BJP, জবাবে মার্কিন দূতাবাস বলল...)
রিপোর্ট অনুযায়ী, ইন্ডিয়া ব্লককে মমতার নেতৃত্ব দেওয়ার বিষয়ে শরদ পাওয়ার নাকি বলেছেন, 'হ্যাঁ নিশ্চিত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া ব্লককে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সমর্থ হবেন। তিনি দেশের একজন বড় নেতা। তাঁর সেই দক্ষতা রয়েছে। তিনি সংসদে যে সকল নির্বাচিত প্রতিনিধি পাঠিয়েছেন, তাঁরা দায়িত্ববান, কর্মঠ এবং অবগত। তাই তাঁর সেই কথা বলার অধিকারও রয়েছে।'
নির্বাচনে পর থেকেই ইন্ডিয়া জোট ক্রমে ছন্নছাড়া হয়ে পড়ছে। সংসদে বিজেপি বিরোধিতার ইস্যু নির্বাচনে এক সুর শোনা যাচ্ছে না বিরোধী জোটের দলগুলির গলায়। আবার সদ্য সমাপ্ত উপনির্বাচনেও 'রেষারেষি' ধরা পড়েছে। এরই মাঝে এবার জোটসঙ্গীদের নিয়ে বিস্ফোরক দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ ১৮ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, জোটসঙ্গীরা নাকি দেখতেই পারে না। তাঁর আরও দাবি, তিনি বাংলা থেকেই ইন্ডিয়া ব্লককে 'চালাতে পারেন'।
বিরোধী জোট নিয়ে মমতা গত পরশু বলেন, 'আমি তো ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করে দিয়েছিলাম।' কিন্তু জোটের এই ছন্নছাড়া ভাব নিয়ে প্রশ্ন করা হলে মমতা অকপটে বলেন, 'তারা সবাইকে একজোট করে রাখতে পারছে না তো আমি কী করব? আমি তো সেই জোটের নেতৃত্বে নেই। যারা লিডার, তাদের এটা দেখা উচিত। তবে আমার সঙ্গে সমস্ত আঞ্চলিক ও জাতীয় দলের যোগাযোগ রয়েছে। আমি সবার সঙ্গেই ভালো সম্পর্ক বজায় রেখে চলি।' এরপর মমতা আরও বলেন, 'যারে দেখতে নারি তার চলন ব্যাঁকা। আমাকে দেখতেই পারে না। তবে আমি দায়িত্ব পেলে এটুকু বলতে পারি... যদিও আমি তা চাই না। আমি বাংলার মাটি ছেড়ে কোথাও যেতে চাই না। এখানেই জন্মেছি, শেষ নিশ্বাস এখানেই ত্যাগ করব। কারণ বাংলাকে আমি এতটাই ভালোবাসি। কিন্তু এটুকু আমি মনে করি, এখানে বসেও আমি এটা চালিয়ে দিতে পারি।'
প্রঙ্গত, বিজেপিকে ঠেকাতে একই মঞ্চে হাত মিলিয়ে 'ইন্ডিয়া' ব্লক তৈরি করেছিল বিরোধী দলগুলি। তবে সাম্প্রতিককালে সেই জোটে ফাটল দেখা দিয়েছে। এই আবহে তৃণমূলই যেন পথ দেখাচ্ছে। সেই মতো সম্প্রতি অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকে কংগ্রেসের থেকে 'দূরত্ব' তৈরি করতে দেখা গিয়েছে। সেই সমাজবাদী পার্টিও মমতাকে ইন্ডিয়ার 'মাথায়' বসানো বিষয়ে 'সহমত'। এহেন পরিস্থিতিতে বিরোধী জোটের সমীকরণ বদলাবে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।