Share Market Effect: লাল সিং চাড্ডা বয়কটের প্রভাব? PVR সিনেমার শেয়ারে পতন!
Updated: 15 Aug 2022, 12:01 AM ISTআমির খানের ছবি 'লাল সিং চাড্ডা' মুক্তি পেয়েছে। মিস্টার পারফেকশনিস্টের নতুন সিনেমা। তবে মুক্তির আগেই বিতর্কে পড়েন তিনি ও তাঁর ছবি। তুমুল বিতর্কের প্রভাব পড়েছে বক্স অফিসেও। প্রত্যাশিত ব্যবসা করতে পারছে না সিনেমাটি। আয় কম হয়েছে মাল্টিপ্লেক্স সংস্থা PVR-এর। আর সেই কারণে কমছে তাদের শেয়ারও।
পরবর্তী ফটো গ্যালারি