সপ্তাহের শুরুতেই চিন্তার মেঘ শেয়ার বাজারে। সোমবার টানা দ্বিতীয় দিনে অন্ধকারে বেঞ্চমার্চ সূচক। প্রায় ২% পতন। এমনইভাবেই সপ্তাহের প্রথম দিনে খুলল বাজার।
Nifty 50, 15,900-এর নিচে নেমে গিয়েছে। Sensex প্রায় 1300 পয়েন্ট কমে 53,200-তে ওপেন হয়েছে। দুটি সূচক যথাক্রমে 15,877.55 এবং 53,184.61-এ ওপেন হয়।
বেঞ্চমার্কের মতোই, নিফটি মিডক্যাপ এবং স্মলক্যাপও সপ্তাহের প্রথম দিনেই ২%-এরও বেশি কমেছে।
ব্যাঙ্ক, আইটি এবং আর্থিক পরিষেবার শেয়ারগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।
সপ্তাহের প্রথম ১৫ মিনিটেই প্রায় ৬ লক্ষ কোটি টাকা হাওয়া হয়ে যায় বাজার থেকে। BSE- তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ ২,৫১,৮৪,৩৫৮.৮৬ টাকা থেকে ২,৪৬,০৫,০২৫.৬৫ টাকায় নেমে এসেছে। যা কিনা প্রায় ৫.৭৯ লক্ষ কোটি টাকার পতন।
'আপাতত স্বল্পমেয়াদের বিচারে, বাজারের প্রবণতা দুর্বল। মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি ৮.৩% ছিল। এদিকে বাজারের প্রত্যাশার কিছুটা কম, ৮.৩% ছিল। এর প্রভাবে প্রিন্ট মার্কিন মুলুকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রবল। এই ধরনের পরিস্থিতিতে ইকুইটির মতো ঝুঁকিপূর্ণ সম্পদে টাকা রাখতে ভয় পাচ্ছেন বিনিয়োগকারীরা। বিশেষ করে সামগ্রিক বিশ্বের ঢিমে অর্থনৈতিক বৃদ্ধির প্রেক্ষাপটে বিনিয়োগের সাহস পাচ্ছেন না কেউ,' বলছেন জিওজিৎ ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভি কে বিজয়কুমার।
তাঁর মতে, মার্কিন বাজার স্থিতিশীল হলেই ভারতীয় বাজার স্থিতিশীল হবে। সুতরাং, বিনিয়োগকারীরা বাজারের প্রবণতা সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন, বলেন ভি কে বিজয়কুমার।
দ্রষ্টব্য: শেয়ার বাজার সংক্রান্ত পরামর্শ স্বাধীন বাজার বিশেষজ্ঞদের। সম্পাদকের নয়।