বাংলা নিউজ > ঘরে বাইরে > Tata Steel বিনিয়োগ করতেই বাড়ছে এই সংস্থার শেয়ার! মুনাফা করার সুযোগ?

Tata Steel বিনিয়োগ করতেই বাড়ছে এই সংস্থার শেয়ার! মুনাফা করার সুযোগ?

ফাইল ছবি: রয়টার্স (Reuters)

কারণ এই টিআরএফ লিমিটেডেই (TRF Limited) বিনিয়োগ করেছে টাটা স্টিল(Tata Steel)। টাকার অঙ্ক প্রায় ১৬৫ কোটি টাকা। টাটার মতো একটা বড় সংস্থা যেখানে বিনিয়োগ করছে, তাদের শেয়ার যে মালামাল হয়ে যাবে, সেটাই তো স্বাভাবিক।

শিল্প যন্ত্রপাতি প্রস্তুতকারক টিআরএফ লিমিটেডের (TRF Limited) শেয়ারে বাজার চুরমার! কেন? কারণ হঠাত্ই এই আপাত সাধারণ শেয়ার কিনতে শুরু করেছেন বিনিয়োগকারীরা। অবস্থাটা গত ২ দিনের শেয়ারের প্যাটার্ন দেখলেই বোঝা যাবে।

কেন?

কারণ এই টিআরএফ লিমিটেডেই (TRF Limited) বিনিয়োগ করেছে টাটা স্টিল(Tata Steel)। টাকার অঙ্ক প্রায় ১৬৫ কোটি টাকা। টাটার মতো একটা বড় সংস্থা যেখানে বিনিয়োগ করছে, তাদের শেয়ার যে মালামাল হয়ে যাবে, সেটাই তো স্বাভাবিক।

টাটা স্টিল TRF-এর ১৬ কোটির বেশি শেয়ার কিনেছে।

কেমনভাবে বাড়ছে?

গত ৮ জুন ২০২২-এ TRF-এর শেয়ার ১৩৩ টাকায় ক্লোজ হয়েছিল। ১০ জুন ২০২২-এ সেই শেয়ারই ১৪৮.২০ টাকায় ক্লোজ হয়েছে।

TRF লিমিটেডের শেয়ারের পারফরম্যান্স

TRF লিমিটেডের শেয়ারের ৫৩ সপ্তাহের সর্বনিম্ন দাম ৯৮.৪০ টাকা। সর্বোচ্চ হল ১৭২.৪০ টাকা।

ছবি: গুগল ফিন্যান্স
ছবি: গুগল ফিন্যান্স (Google Finance)

TRF-এ টাটা স্টিলের ৩৪.১১% শেয়ার রয়েছে

বর্তমানে TRF লিমিটেডে টাটা স্টিলের ৩৪.১১ শতাংশ শেয়ার রয়েছে। গত এক মাসে টিআরএফ লিমিটেডের শেয়ার প্রায় ২৬ শতাংশ বেড়েছে।

চলতি বছর এখনও পর্যন্ত শেয়ার বেড়েছে ৮ শতাংশের বেশি। আমরা যদি গত ৫ বছরের কথা বলি, তাহলে টিআরএফ লিমিটেডের শেয়ার ৩৮ শতাংশ কমেছে। তবে লিস্টিংয়ের সময় থেকে শুরু করে এখনও পর্যন্ত শেয়ারটি প্রায় ৭৯ শতাংশ কমেছে। ৮ জানুয়ারী ২০১০-এ এই শেয়ারই ৬৮৮ টাকা ছিল।

বন্ধ করুন