তাঁরা সরকারের থেকে এমন কিছু চাননি। কিন্তু নরেন্দ্র মোদী সরকার নিজে থেকেই দিল্লিতে প্রণব মুখোপাধ্যায়ের ‘সমাধি’ তৈরির সিদ্ধান্ত নেওয়ায় আপ্লুত হয়ে গেলেন প্রাক্তন রাষ্ট্রপতি তথা কংগ্রেস নেতার মেয়ে শর্মিষ্ঠা। বাবাকে এরকম সম্মান প্রদান করা হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। মুখোমুখি সাক্ষাৎ করে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রণব-কন্যা। সেইসঙ্গে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। তিনি দাবি করেছেন, মোদী সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে বাঙালি হিসেবে গর্ববোধ করছেন।
সুকান্তের কথায়, ‘ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি এবং পশ্চিমবঙ্গের অন্যতম গর্ব প্রয়াত প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে দিল্লিতে একটি স্মারক তৈরির অনুমোদন দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের জন্য পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত একজন সাংসদ, সর্বোপরি একজন বাঙালি হিসেবে আমি গর্বিত! ঐতিহাসিক এই সিদ্ধান্তের জন্য সম্মানীয় মোদীজি'কে আন্তরিক ধন্যবাদ জানাই।’
আমরা চাইনি, তাও সম্মান প্রদান, আপ্লুত শর্মিষ্ঠার
আর শর্মিষ্ঠা তো প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে নিজের ভাষা হারিয়ে ফেলেছেন। প্রণব-কন্যা বলেছেন, ‘বাবার জন্য একটি স্মারক তৈরি করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার, সেটার জন্য ধন্যবাদ জানাতে এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। এই বিষয়টি আরও আনন্দদায়ক, কারণ আমরা এরকম কিছু চাইনি। প্রধানমন্ত্রীর এই অপ্রত্যাশিত কিন্তু অসামান্য পদক্ষেপে আমি একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি।’
আরও পড়ুন: Congress reply to BJP: কেন মনমোহনের অস্থি বিসর্জনে থাকল না গান্ধী পরিবার? জবাব দিল কংগ্রেস
সেইসঙ্গে প্রাক্তন রাষ্ট্রপতির কন্যা বলেন, ‘বাবা বলতেন যে কখনও নিজে থেকে রাষ্ট্রের সম্মান চাইতে নেই। সেটা দিতে হয়। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে বাবার স্মৃতিতে উনি এরকম করেছেন। এই সিদ্ধান্তটা বাবাকে প্রভাবিত করবে না। কিন্তু তাঁর মেয়ে হিসেবে বলতে পারি, আমার যা আনন্দ হচ্ছে, সেটা প্রকাশ করার কোনও ভাষা নেই।’
আরও পড়ুন: BJP on Rahul Gandhi: 'মনমোহনের শোকে কাতর গোটা দেশ! নিউ ইয়ার উদযাপনে ভিয়েতনাম উড়ে গেলেন রাহুল'
দিল্লির কোথায় প্রণব মুখোপাধ্যায়ের ‘সমাধি’ তৈরি হবে?
গত ১ জানুয়ারি শর্মিষ্ঠাকে পাঠানো একটি বার্তায় কেন্দ্রীয় আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে প্রাক্তন রাষ্ট্রপতির 'সমাধি' তৈরির জন্য দিল্লির রাজঘাটে 'রাষ্ট্রীয় স্মৃতি' কমপ্লেক্সের মধ্যে একটি জায়গা চিহ্নিত করা হয়েছে। আর সেই বার্তা পাওয়ার কয়েকদিন আগেই বাবার প্রতি সম্মান প্রদর্শন না করায় কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুলেছিলেন শর্মিষ্ঠা। তিনি দাবি করেছিলেন, ২০২০ সালের ৩১ অগস্ট বাবার প্রয়াণের পরে কংগ্রেস ওয়ার্কিং বৈঠক ডেকে ন্যূনতম শোকজ্ঞাপন করেনি।
কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন শর্মিষ্ঠা
গত ২৭ ডিসেম্বর তিনি বলেছিলেন, 'যখন বাবা প্রয়াত হয়েছিলেন, তখন শোকপ্রকাশ করার জন্য কংগ্রেস নিজেদের ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকারও প্রয়োজন বোধ করেনি। একজন বর্ষীয়ান নেতা বলেছিলেন যে রাষ্ট্রপতিদের জন্য এরকম কাজ করা হয় না। কিন্তু সেটা একদম ফালতু কথা। কারণ বাবার ডায়েরি থেকে জানতে পেরেছি যে কেআর নারায়ণের প্রয়াণের পরে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়েছিল। আর বাবাই শোকবার্তা লিখেছিলেন।'