ভারত বিদ্বেষ নিয়ে আর কোনও রাখঢাক নেই বাংলাদেশের একাধিক নেতার। কেউ ভারতের শাড়ি পোড়াচ্ছেন। কেউ আবার ভারতকে রীতিমতো সাম্রাজ্যবাদী বলে কটাক্ষ করছেন। একদিকে যখন বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে একের পর এক প্রতিবাদ মিছিল বের হচ্ছে ভারতে তখনই বাংলাদেশ থেকেও নানা হুঙ্কার দিচ্ছেন নেতারা।
কালের কণ্ঠ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক ‘ভারতের সাম্রাজ্যবাদীদের’ বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। শুক্রবার নওগাঁর সদর উপজেলা আমতলী মোড় জামে মসজিদ এলাকায় তাফসিরুল কোরআন ও শানে রিসালাম সম্মেলনে এই আহ্বান করেছেন।
ওই প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার, আলেম সমাজ ও সব রাজনৈতিক দলসহ সারা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ হয়েছে। জাতি ঐক্যবদ্ধ থাকলে যত বড় সাম্রাজ্যবাদী শক্তি হোক না কেন বাংলাদেশের মানুষকে পরাজিত করতে পারবে না।
মামুনুল হক বলেছেন, ভারতের সাম্রাজ্যবাদের সূচনা হয়েছিল ১৯৭২ সালে সংবিধানে। এজন্য এই সরকারকে বাংলাদেশ থেকে ভারতীয় সংবিধান বাতিল করতে হবে। তাহলে ফ্যাসিবাদের শেকড় উপড়ে যাবে। আর কোনও দিন তারা বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না।
তিনি বলেন, বাংলাদেশে কোরান সুন্নাহবিরোধী কোনও আইন থাকবে না। কোরান-সুন্নাহবিরোধী কোনও আইন থাকে তাহলে সেই আইনকে প্রতিহত করার জন্য যুদ্ধের প্রয়োজন হলেও আলেম সমাজ প্রস্তুত।