পশ্চিমী দেশগুলিকে নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শংকরের মন্তব্যের সমালোচনা করলেন প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুর। পররাষ্ট্র মন্ত্রী এস জয়শংকরকে এ বিষয়ে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিলেন কংগ্রেস নেতা। তিনি পরামর্শ নিয়ে বলেন, ‘সব মন্তব্যের প্রতিক্রিয়া দেওয়া ঠিক নয়। পশ্চিমী দেশগুলি থেকে আসা মন্তব্যগুলিকে স্বাভাবিকভাবে নিতে শিখুন। আমরা যদি প্রতিটি মন্তব্যের প্রতিবাদ জানাই তাহলে আমরা নিজেদের ক্ষতি করব। আমি বিদেশমন্ত্রীকে অনুরোধ করব একটু মাথা ঠাণ্ডা রাখুন।’ সোমবার সংসদ ভবনে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছেন। জয়শঙ্কর প্রসঙ্গে থারুর বলেন, ‘আমি তাঁকে দীর্ঘদিন ধরে চিনি এবং আমি তাঁকে বন্ধু হিসাবে বিবেচনা করি। তবে এই বিষয়ে আমি মনে করি প্রতিটি মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে শুরু করি। তাহলে আমরা সত্যিই নিজেদের ক্ষতি করব।’
প্রসঙ্গত, রবিবার বিদেশমন্ত্রী পশ্চিমী দেশগুলিকে নিয়ে কটাক্ষ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘পশ্চিমীদের অন্যদের সম্পর্কে মন্তব্য করার খারাপ অভ্যাস রয়েছে। তারা মনে করে এটা তাদের ইশ্বর প্রদত্ত অধিকার।’ উল্লেখ্য, এদিন তিনি বেঙ্গালুরুর কুবন পার্কে ৫০০ জনেরও বেশি তরুণ ভোটারের সঙ্গে কথা বলেন। উল্লেখ্য,সংসদ সদস্য হিসাবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণার বিষয়ে জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মন্তব্য সম্পর্কে জয়শঙ্করকে জিজ্ঞাসা করা হলে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেছিলেন, ‘তাদের শুধুমাত্র অভিজ্ঞতার মাধ্যমে শিখতে হবে যে আপনি যদি এটি করতে থাকেন তবে অন্য লোকেরাও মন্তব্য করতে শুরু করবে এবং যখন এটি হবে তখন তারা এটি পছন্দ করবে না।’
জয়শংকরের মতে, পশ্চিমীদের অভ্যাসের ফলে আরও বেশি সংখ্যক মানুষ ভারত সম্পর্কে মন্তব্য করতে উৎসাহ পাচ্ছেন। অথচ আমেরিকা ও ইউরোপ ভারতের পাশে দাঁড়াচ্ছে না। জয়শংকর আরও বলেন, এই দেশগুলিকে আসলে কথা বলার সুযোগ করে দেওয়া হয়। নাম না করে রাহুল গান্ধীকে বিঁধে বিদেশমন্ত্রী বলেন, ‘বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের সমস্যা তুলে ধরা হচ্ছে। সেই দেশগুলিকে মতামত প্রকাশ করতে বাধ্য করা হচ্ছে। সমস্যা দুই দেশের তরফেই রয়েছে। দুপক্ষকেই শুধরাতে হবে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup