বাংলা নিউজ > ঘরে বাইরে > Shashi Tharoor Challenges Kharge: ‘ডিবেটের জন্য তৈরি’, কংগ্রেস সভাপতি নির্বাচনের আগে খড়গেকে চ্যালেঞ্জ শশীর

Shashi Tharoor Challenges Kharge: ‘ডিবেটের জন্য তৈরি’, কংগ্রেস সভাপতি নির্বাচনের আগে খড়গেকে চ্যালেঞ্জ শশীর

শশী থারুর (ছবি - এপি) (HT_PRINT)

খড়গেকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন শশী থারুর। শশী আজ বলেন, তিনি খড়গের সঙ্গে ‘ডিবেটে’র জন্য প্রস্তুত।

কংগ্রেস সভাপতি পদের লড়াইয়ের জন্য কোমর কষছেন মল্লিকার্জুন খড়গে এবং শশী থারুর। এই আবহে সতীর্থ খড়গেকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন শশী থারুর। শশী আজ বলেন, তিনি খড়গের সঙ্গে ‘ডিবেটে’র জন্য প্রস্তুত। শশীর ‘প্রোপোজার’ সলমন আনিস সোজ ডিবেটের পক্ষে নিজের মত দেন। ভারতীয় রাজনীতিতে এই ধরনের ডিবেট প্রচলিত নয়। যদিও মার্কিন বা ব্রিটিশ রাজনীতিতে এই ধরনের বিতর্ক সভা আয়োজন করা হয় প্রতিদ্বন্দ্বীদের নীতি স্পষ্ট করার জন্য।

সলমান এক টুইট বার্তায় লেখেন, ‘সর্বসমক্ষে মল্লিকার্জুন খড়গের বিরুদ্ধে বিতর্কে অংশ নিতে প্রস্তুত রয়েছেন ডঃ শশী থারুর। এই বিতর্কের ফলে কংগ্রেস অনেক প্রচার পাবে এবং এতে করে ডেলিগেটরাও নিজেদের পছন্দের প্রার্থী বেছে নিতে পারবেন।’ উল্লেখ্য, এর আগে শশী থারুর বলেছিলেন, ‘যারা দলে কোনও বদল চান না, তারা মল্লুকার্জুন খড়গেকে সমর্থন করবে। যারা দলে বদল চায়, তারা আমাকে ভোট দেবে।’ প্রসঙ্গত, শশী থারুর ‘জি-২৩’ গোষ্ঠীর নেতা হলেও কোনও ‘বিদ্রোহী’ নেতাই তাঁকে সমর্থনের কথা জানাননি। এই আবহে খড়গে এই দৌড়ে এগিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে।

এদিকে মল্লিকার্জুন খড়গে বলেন, ‘শশী থারুরকে আমি বলেছিলাম যে সর্বসম্মত একজন প্রার্থী হলেই ভালো। যেহেতু রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী নির্বাচনে লড়তে চাননি, তাই আমার সিনিয়র সহকর্মীরা আমাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বলেছিলেন। আমি কারও বিরুদ্ধে লড়াই করছি না। আমি কংগ্রেসের আদর্শের জন্য লড়াই করছি। ডঃ শশী থারুর যে বদলের কথা বলছেন, তা কোনও একজন ব্যক্তি নেবেন না। সব প্রতিনিধি এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটি এই সিদ্ধান্ত নেবে।’

বন্ধ করুন
Live Score