আদর্শ নিয়ে নিজের দলেরই সমালোচনা করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি গোরক্ষার নামে হত্যা, বুলডোজার অভিযান, এবং বিলকিস বানো মামলার মতো বিভিন্ন বিষয়ে সোচ্চার না হওয়ার জন্য কংগ্রেসের সমালোচনা করেন। তাঁর মতে, বিজেপিকে হারাতে গেলে কংগ্রেসকে তার আদর্শ সম্পর্কে আরও স্পষ্ট হতে হবে। এই বিষয়গুলি নিয়ে কংগ্রেসকে আরও জোর দেওয়া উচিত ছিল বলে তিনি পরামর্শ দিয়েছেন।
ছত্তিশগড়ের রায়পুরে দলের ৮৫ তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দিতে গিয়ে শশী থারুর বলেন, ‘আমরা বিলকিস বানো ইস্যু, খ্রিস্টান গির্জায় হামলা, গোরক্ষার নামে হত্যা, বুলডোজার দিয়ে মুসলমানদের বাড়িঘর ধ্বংস এবং অন্যান্য বিষয়গুলি নিয়ে আরও সোচ্চার হতে পারতাম। বহু ভারতীয় নাগরিক এই বিষয়টিকে সমর্থনের জন্য কংগ্রেসের দিকে তাকিয়ে থাকে।’ উল্লেখ্য, ২০০২ সালে গোধরা পরবর্তী বিলকিস বানো গণধর্ষণ মামলায় জড়িত থাকার জন্য যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ১১ আসামিকে মুক্তি দেওয়ায় কংগ্রেস-সহ বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এনিয়ে কংগ্রেসকে সোচ্চার হওয়া প্রয়োজন ছিল বলে তিনি মনে করেন। তিনি বলেন, ‘যতদিন কংগ্রেস ভালো লড়াই করবে ততক্ষণ ভারতের ভবিষ্যত উজ্জ্বল থাকবে। মানুষ দলের পাশে থাকবে।’ সম্প্রতি শেষ হওয়া কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার প্রশংসা করেছেন শশী থারুর। তিনি বলেন, ‘কংগ্রেস সমর্থকদের আস্থা পুনরুজ্জীবিত করেছে।’
এছাড়াও, এদিন বক্তব্য রাখতে গিয়ে মানুষের মধ্যে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে বিজেপির সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তিনি অভিযোগ করেন, বিজেপি ও আরএসএস সমস্ত প্রতিষ্ঠান দখল করেছে। একই সঙ্গে এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজনীতি থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। ভারত জোড়ো যাত্রাকে দলের জন্য ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।
এদিন কংগ্রেস ভারত ও চিনের সীমান্ত নিয়ে বর্তমান পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে। এই অবস্থায় ভারতের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের পক্ষে দাঁড়ানো আমাদের কংগ্রেসের কর্তব্য বলে মনে করছেন দলের নেতারা। এ প্রসঙ্গে বিজেপি সরকারকে ব্যর্থ বলে অভিযোগ করেছে কংগ্রেস।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup