বাংলা নিউজ > ঘরে বাইরে > Shashi Tharoor: পা মচকে গিয়েছে কংগ্রেস সাংসদ শশী থারুরের, কীভাবে হল?

Shashi Tharoor: পা মচকে গিয়েছে কংগ্রেস সাংসদ শশী থারুরের, কীভাবে হল?

পার্লামেন্টে পা মচকে গিয়েছে শশী থারুরের। টুইটার

অরুণাচলের তাওয়াং সেক্টরে চিনের আগ্রাসনের বিরুদ্ধে আলোচনার দাবিতে সংসদে সোচ্চার হয়েছিল কংগ্রেস। পরে সংক্ষিপ্তভাবে স্থগিত হয়ে যায় রাজ্যসভার কাজকর্ম।

যজ্ঞ শর্মা

দিল্লিতে সংসদ ভবনে পা মচকে গিয়েছে কংগ্রেস নেতা শশী থারুর। এর জেরে তাঁর বাঁ পায়ে আঘাত লেগেছে বলে তিনি নিজেই জানিয়েছেন। শুক্রবার তিনি জানিয়েছেন, পার্লামেন্ট বিল্ডিংয়ে পা মচকে গিয়েছে। সেকারণেই আজকের সেশনে থাকতে পারছি না। সপ্তাহের শেষে নিজের কেন্দ্রে যাওয়ার কথা ছিল। সেটাও বাতিল করা হয়েছে।

এনিয়ে টুইট করে ছবি শেয়ার করেছেন তিনি। তাঁর বাম পায়ের গোড়ালিতে আঘাত লেগেছে। তিনি লিখেছেন, পার্লামেন্ট ভবনে পা মচকে গিয়েছিল। ব্যাপারটাকে পাত্তা দিইনি। কিন্তু কিছুক্ষণ পরেই দেখছি পায়ে প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল। সেকারণে হাসপাতালে যেতে হয়েছিল।

এর সঙ্গেই তিনি লিখেছেন, আপাতত চলতে হাঁটতে পারছি না। পার্লামেন্ট মিস করছি এদিন। নিজের সংসদ এলাকায় যাওয়ার পরিকল্পনা ছিল। সপ্তাহের শেষে সেখানেও যেতে পারছি না।

এদিকে অরুণাচলের তাওয়াং সেক্টরে চিনের আগ্রাসনের বিরুদ্ধে আলোচনার দাবিতে সংসদে সোচ্চার হয়েছিল কংগ্রেস। পরে সংক্ষিপ্তভাবে স্থগিত হয়ে যায় রাজ্যসভার কাজকর্ম।

 

এদিকে লোকসভাতেও আলোচনার দাবিতে বার বার সরব হয়েছিলেন বিরোধীরা। এর জেরে কংগ্রেস, তৃণমূল সহ একাধিক বিরোধী দলের জনপ্রতিনিধিরা ওয়াক আউট করেছিলেন। উদ্ধব ঠাকরের শিবসেনা দল, আম আদমি পার্টি সহ একাধিক বিরোধী দল এই আগ্রাসন নিয়ে আলোচনার দাবিতে সরব হয়েছে।

তবে এর আগেই এই তাওয়াং সংঘর্ষ নিয়ে সংসদে মুখ খুলেছিলেন প্রতিরক্ষমন্ত্রী। সেই ঘটনায় কারোর মৃত্য়ু হয়নি বলেও জানানো হয়েছে সরকারের তরফে। পাশাপাশি ভারতীয় সেনার সাহসিকতার কথা তুলে ধরেছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

 

বন্ধ করুন