বাংলা নিউজ > ঘরে বাইরে > Shashi Tharoor on Indian map blunder: ইস্তাহারে ভারতের মানচিত্রে নেই জম্মু-কাশ্মীর ও লাদাখের একাংশ! ক্ষমা চাইলেন থারুর

Shashi Tharoor on Indian map blunder: ইস্তাহারে ভারতের মানচিত্রে নেই জম্মু-কাশ্মীর ও লাদাখের একাংশ! ক্ষমা চাইলেন থারুর

শশী থারুর। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

Shashi Tharoor on Indian map blunder: কংগ্রেসের সভাপতি নির্বাচনে প্রার্থী হওয়ায় ইস্তাহার প্রকাশ করেন শশী থারুর। সেই ইস্তাহারে ভারতের মানচিত্রে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের অংশ ছিল না। তা নিয়েই বিতর্ক শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় তুমুল কটাক্ষের মুখে পড়েন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

ভারতের বিকৃত মানচিত্র বিতর্কে ক্ষমা চাইলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। কংগ্রেসের সভাপতি নির্বাচনের প্রার্থী হিসেবে যে ইস্তাহার প্রকাশ করেন থারুর, তাতে ভারতের মানচিত্রে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের অংশ ছিল না। তা নিয়ে বিতর্ক শুরু হয়। তারপর নিঃশর্ত ক্ষমা চেয়ে নয়া ইস্তাহার প্রকাশ করেন থারুর।

শনিবার টুইটারে থারুর বলেন, 'ইস্তাহারে মানচিত্র নিয়ে যে ট্রোলের ঝড় উঠেছে, সেটা নিয়ে বলছি। কেউ ইচ্ছাকৃতভাবে এরকম কাজ করেন না। কয়েকজন স্বেচ্ছাসেবকদের একটি দল সেই ভুলটা করেছে। আমরা সঙ্গে সঙ্গে সেই ভুল শুধরে নিয়েছি এবং সেই ভুলের জন্য নিঃশর্তভাবে ক্ষমা চাইছি।'

কংগ্রেসের সভাপতি নির্বাচনে প্রার্থী হওয়ায় ইস্তাহার প্রকাশ করেন থারুর। 'থিঙ্ক টুমোরো, থিঙ্ক থারুর' নামে সেই ইস্তাহারের একটি পৃষ্ঠীয় দেশের বিভিন্ন প্রান্তে কীভাবে কংগ্রেসের সংগঠনের বিস্তার করা হবে, তা দেখানো হয়। কিন্তু সেই মানচিত্রে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের অংশ ছিল না। তা নিয়েই বিতর্ক শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় তুমুল কটাক্ষের মুখে পড়েন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। ছেড়ে দেয়নি বিজেপিও।

আরও পড়ুন: Mallikarjun Kharge: কংগ্রেস সভাপতি পদের মনোনয়ন পেশ ‘গান্ধী ঘনিষ্ঠ’ খড়গের, সামনে একাধিক চ্যালেঞ্জের

গেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইটারে সেই বিকৃত মানচিত্রের ছবি পোস্ট করে লেখেন, 'কংগ্রেসের সভাপতি নির্বাচনের পদপ্রার্থী নিজের ইস্তাহারে ভারতের বিকৃত মানচিত্র দেখিয়েছেন। যখন রাহুল গান্ধী রাশভারী ভারত জোড়ো যাত্রা করছেন, তখন কংগ্রেসের সভাপতি হয়ে চাওয়া ভারতকে টুকরো-টুকরো করতে উদ্যত হয়ে উঠেছেন। উনি হয়ত ভেবেছেন যে এরকম কাজ করলে গান্ধীদের নেকনজরে থাকতে হবে।'

তা নিয়ে পালটা মালব্যকে আক্রমণ শানান কংগ্রেসের নেতা জয়রাম রমেশ। তিনি দাবি করেন, ভারত জোড়ো আন্দোলনের নজর ঘোরানোর জন্য এরকম ‘ছোটোখাটো বিষয়’ নিয়ে হইচই করছে বিজেপি। তিনি বলেন, 'বোঝাই যাচ্ছে যে ভারত জোড়ো যাত্রা কর্ণাটকে ঢুকে পড়ায় বিজেপি আতঙ্কিত হয়ে পড়েছে। তাই বিজেপির আই ট্রোল সেল (আইটি সেল) ছোটোখাটো বিষয় নিয়ে ভারত জোড়ো যাত্রা এবং রাহুল গান্ধীকে নিশানা করছে।'

আরও পড়ুন: Rajasthan Congress Crisis: গেহলটে অসন্তুষ্ট সনিয়া, কী হবে রাজস্থানে? কংগ্রেসের সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে কে?

শশী থারুরের ভুলের ইতিহাস

তবে এই প্রথম বিকৃত মানচিত্র বিতর্কে জড়ালেন না থারুর। ২০১৯ সালেও একইরকম কাজ করেছিলেন। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েছিলেন। পরবর্তীতে সেই টুইট ডিলিট করে দিয়েছিলেন।

বন্ধ করুন