বাংলা নিউজ > ঘরে বাইরে > Shashi Tharoor on Typo in Govt Website: 'হিন্দি রাষ্ট্রবাদীদের...', সরকারি ওয়েবসাইটে রাজ্যের ভুল বানান দেখে চটলেন শশী

Shashi Tharoor on Typo in Govt Website: 'হিন্দি রাষ্ট্রবাদীদের...', সরকারি ওয়েবসাইটে রাজ্যের ভুল বানান দেখে চটলেন শশী

শশী থারুর (PTI)

ওয়েবসাইটে Kerala-র বদলে লেখা - 'Kerela', এদিকে 'Tamil Nadu'র জায়গায় লেখা - 'Tamil Naidu'। তা দেখে ক্ষুব্ধ শশী থারুর টুইট করেন। 

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সরকারি ওয়েবসাইট MyGov.in-এ একটি সমীক্ষা পোলে 'তামিলনাড়ু' এবং 'কেরলে'র বানান ভুল ছিল। যা দেখে বেজায় চটলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। সরকারি ওয়েবসাইটের এই ভুলের 'স্ক্রিনশট' তুলে টুইট করেন শশী। স্ক্রিনশটে দেখা যায়, ওয়েবসাইটে Kerala-র বদলে লেখা - 'Kerela', এদিকে 'Tamil Nadu'র জায়গায় লেখা - 'Tamil Naidu'। তা দেখে ক্ষুব্ধ শশী থারুর টুইট করে লেখেন, 'আমরা সকল দক্ষিণ ভারতবাসী কৃতজ্ঞ থাকব, যদি http://MyGov.in চালানো হিন্দি রাষ্ট্রবাদীরা আমাদের রাজ্যগুলির নাম জানার কষ্ট করতে পারেন। প্লিজ!?' (আরও পড়ুন: অবশেষে বকেয়া ডিএ মেটাবে এ রাজ্য, ৮ কিস্তিতে হকের টাকা পাবেন সরকারি কর্মীরা)

পরবর্তীকালে অবশ্য দেখা যায়, ওয়েবসাইটে রাজ্যগুলির নাম ঠিক করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, MyGov.in ওয়েবসাইটটি ২০১৪ সালে চালু করা হয়েছিল। প্রশাসনের বিভিন্ন কাজকর্মে আম জনতার মতামত নেওয়ার জন্যই এই ওয়েবসাইট চালু করা হয়েছিল। সেই ওয়েবসাইটেই প্রশ্ন করা হয়েছিল, ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসের ট্যাবলোগুলির মধ্যে কোন রাজ্যের ট্যাবলোটি সবথেকে বেশি ভালো লেগেছে। সেই প্রশ্নের নীচে দেওয়া বিকল্পগুলির মধ্যেই তামিলনাড়ু এবং কেরলের বানান ভুল ছিল বলে অভিযোগ করেন শশী থারুর।

আরও পড়ুন: নতুন কাঠামোতে কমবে আয়কর হার? বাজেটের আগে জানুন দুই কর কাঠামোরই স্ল্যাবের বিশদ

এদিকে শশী থারুরের এই টুইট অনেকের নজর কাড়ে। শুরু হয় উত্তর ভারত বনাম দক্ষিণ ভারত বিতর্ক। এদিকে অনেকেই দেখেন যে দদরা-র বানানও ভুল ছিল সেই স্ক্রিনশটে। তবে শশী থারুর সেই 'ভুল' তুলে না ধরে শুধুমাত্র দক্ষিণ ভারতের দুই রাজ্যের উল্লেখ করেন নিজের টুইটে। উল্লেখ্য, ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেওয়া শ্রেষ্ঠ ট্যাবলোকে বেছে নিতেই পোল নেওয়া হচ্ছিল কেন্দ্রের এই ওয়েবসাইটের তরফে। তবে তা ঘিরেই বিতর্ক শুরু হয়। যদিও বিতর্ক শুরু হতেই সেই ভুলটি শুধরে নেওয়া হয়।  

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন