রাজনৈতিক ক্ষেত্রে তিনি তাবড় ব্যক্তিত্ব। তাঁর ভাষণের দাপট অনেককে মুগ্ধ করে। তাঁর ইংরেজি ভাষার দক্ষতা অনেককে অবাক করেছে। তবে এবার এল শশী থারুরের অবাক হওয়ার সময়! এই রাজনীতির মানুষটির সঙ্গে ঘটে গেল এক আজব ঘটনা। এক শশী থারুরের জন্য বুধবার দিনটি ছিল একটু অন্যরকমের। তাঁর কোলে বাঁদর এসে পড়তেই যা ঘটল,তা তিনি বর্ণনা করেছেন এক্স পোস্টে। সেখানে তিনি ঘটনাকে ‘অসাধারণ অভিজ্ঞতা’ বলে বর্ণনা করেন।
আর চার পাঁচটা দিনের মতো বাগানে বসেছিলেন শশী থারুর। পড়ছিলেন সংবাদপত্র শীতের সকালে মিঠে রোদ মেখে বসেছিলেন তিনি। এরপরই ঘটল কাণ্ড! হঠাৎ করে কোথা থেকে এক বাঁদর এসে ঝাঁপ দিয়েছে। অনেকেই এই পরিস্থিতিতে ভয় পেয়ে যান। তবে শশী থারুরের ক্ষেত্রে বিষয়টা আলাদা। তিনি মোটেও ভয় পাননি। ঘটনার আকস্মিকতাতেও চমকে যাননি, তিনি পরিস্থিতি সামলে নেন। তাঁর গায়ে হঠাৎ করে এসে বাঁদরটি পড়তেই শশী থারুর স্বভাবতই অবাক হন। তিনি তবে তিনি সেখান থেকে চলে যাননি। আশপাশে থাকা খাবার কলা সেই বাঁদরটিকে খেতে দেন শশী। বাঁদরও মহাসুখে সেই কলা খায়। তবে এই বিষয়টির মধ্যে রয়েছে একটি আলাদা চমক। সেটি হল, বাঁদর অন্য কোথাও গিয়ে কলা খায়নি বরং সে শশী থারুরের কোলে বসে কলাটি খেয়েছেন। ক্ষুধার্থ বাঁদর যখন কলা খাচ্ছিল তাকে সস্নেহে দেখছিলেন কংগ্রেসের শশী। এখানেই শেষ হয়। শশীকে সেই বাঁদর জড়িয়েই ধরে। শশী তাঁর বর্ণনায় লিখছেন, বাঁদরটি ‘এগিয়ে যায় মাথা রাখতে আমার বুকে'। শশীকে 'জড়িয়ে ধরে' বাঁদর। এদিকে, শশীকে জড়িয়ে ধরে বাঁদর আসতে আসতে ঝিমুনির দিকে যায়। শশী মনে করছেন, বাঁদর ঘুমিয়ে পড়ছিল।
( কসবার কাউন্সিলরকে গুলি-কাণ্ডে ধৃত পাপ্পু গ্যাংয়ের সদস্য লক্ষ্মণের শরীরে আঘাতের চিহ্ন, কী ঘটেছে?)
বাঁদর শশীর কোলে ঘুমের জন্য ঝিমিয়ে পড়তেই, ধীরে ধীরে শশী উঠে যাওয়ার চেষ্টা করেন। তখনই সেই বাঁদর ধীরে ধীরে লাফিয়ে চলে যায়। এমন এক সকাল কাটানোর অভিজ্ঞতা এক্স পোস্টে শেয়ার করেন শশী থারুর। শশী থারুরের সঙ্গে বাঁদরের এই খোশমেজাজে কাটানোর ঘটনা ইন্টারনেটে ভাইরাল হয়েছে।