বাংলা নিউজ > ঘরে বাইরে > Shashi Tharoor on renaming places: ‘বম্বে, ক্যালক্যাটার নাম বদলে কী পাওয়া গেল নিশ্চিত নই’, বক্তা শশী থারুর

Shashi Tharoor on renaming places: ‘বম্বে, ক্যালক্যাটার নাম বদলে কী পাওয়া গেল নিশ্চিত নই’, বক্তা শশী থারুর

শশী থারুর। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

শশী থারুর বলেন, অত্যাচারী ব্রিটিশ শাসকদের নাম পরিবর্তনের সপক্ষেই ছিলেন তিনি। তবে বম্বে, ক্যালক্যাটা, মাদ্রাজের মতো শহরের নাম পরিবর্তন করে কী লাভ হল, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। শশী বলেন, ‘এটা খুবই বিভ্রান্তিকর যে… কিছু জায়গার নামের সঙ্গে কিছু স্মৃতি যুক্ত আছে ভারতীয়দের যাঁরা সেখানে বড় হয়েছেন। ’

দিল্লিতে রাজপথের নাম পাল্টে ‘কর্তব্য পথ’ করা নিয়ে বিজেপিকে খোঁচা দেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তাঁর মতে, এই রাস্তার নাম পরিবর্তন ‘সম্পূর্ণ রাজনীতি’। নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে শশী থারুর বলেন, ‘রাজপথ’ নিজেই একটি হিন্দি শব্দ, সেটিকে পরিবর্তন করার ঘটনা তাঁর মতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ‘ব্রিটিশ টেক ওভার অউ ইন্ডিয়া: মোডাস অপারেন্ডাই’ এই শীর্ষক একটি বইয়ের উদ্বোধন করেন শশী থারুর। সেই প্রকাশ অনুষ্ঠানেই নাম বদল প্রসঙ্গে মুখ খোলেন তিনি।

শশী থারুর বলেন, অত্যাচারী ব্রিটিশ শাসকদের নাম পরিবর্তনের সপক্ষেই ছিলেন তিনি। তবে বম্বে, ক্যালক্যাটা, মাদ্রাজের মতো শহরের নাম পরিবর্তন করে কী লাভ হল, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। শশী বলেন, ‘এটা খুবই বিভ্রান্তিকর যে… কিছু জায়গার নামের সঙ্গে কিছু স্মৃতি যুক্ত আছে ভারতীয়দের যাঁরা সেখানে বড় হয়েছেন। ’ রাস্তা, পার্কের নাম বদল নিয়ে পিটিআইকে একথা বলেন শশী। উল্লেখ্য, গত ৭৫ বছরে দেশের বহু রাস্তা, পার্ক, শহরের নাম বদল হয়েছে, যাতে দেশ থেকে ঔপনিবেশিক দিনের স্মৃচি ধুয়ে মুছে যায়। বহু ইতিহাসবিদ এর বিরোধিতা করেছেন। তাঁরা সমালোচনার সুরে বলেছেন, জায়গার নাম পাল্টানো মানে সেখানের ল্যান্ডমার্কগুলির সঙ্গেও তা জড়িত। শশী থারুর বলছেন, ভারতীয়দের সম্মান না দিয়ে ব্রিটিশদের নামে সেগুলির নামকরণ করার বিরোধী তিনি। তবে কংগ্রেসের এই সাংসদের মতে, 'তবে কোনও এক পয়েন্টে, আপনাকে দেখতে হবে , যেমন উদাহরণ সহ বম্বে, মাদ্রাজ, ক্যালক্যাটার মতো শহরের পুর্ননামকরণ। আমি নিশ্চিত নই এতে কী পাওয়া গেল।’

( ‘বেশিরভাগ ডিভোর্সের মামলা প্রেমঘটিত বিয়ে থেকেই আসে’, বার্তা সুপ্রিম কোর্টের)

('রাজনৈতিক প্রশাসকরা চোখ বন্ধ করে থাকতে পারেন না', সুপ্রিম বার্তায় আর কী উঠে এল)

( কাকাতুয়ার ঝাঁকের এই ব্রেন টিজারের ফাঁদ থেকে ঘুঘু খুঁজে বের করতে হবে! পারবেন?)

উল্লেখ্য, ওই বই প্রকাশ অনুষ্ঠানের এক ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শশী থারুর এই কথা বলেছেন। উল্লেখ্য, দেশে বিজেপি সরকারের কেন্দ্রে থাকাকালীন সময়ে বহু জায়গা ও রাস্তার নাম পরিবর্তন হয়েছে। বিশেষত, উত্তরপ্রদেশে বহু এলাকার নাম পরিবর্তন নিয়ে ব্যাপক তোলপাড়ও হয়েছে। সমালোচনার ঝড়ও বয়ে গিয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন