বাংলা নিউজ > ঘরে বাইরে > Shashi Tharoor slams PT Usha: বজরং-ভিনেশদের পাশে দাঁড়িয়ে 'ট্র্যাকের রানি' পিটি ঊষাকে তোপ শশী থারুরের

Shashi Tharoor slams PT Usha: বজরং-ভিনেশদের পাশে দাঁড়িয়ে 'ট্র্যাকের রানি' পিটি ঊষাকে তোপ শশী থারুরের

পিটি ঊষা এবং শশী থারুর

ভারতীয় কুস্তি সংগঠনের প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে পথে নামা কুস্তিগীরদের তোপ দেগে সমালোচনার মুখে পড়েছেন পিটি ঊষা। ভারতীয় অলিম্পিক সংস্থার প্রধান তথা রাজ্যসভার সাংসদকে এবার এই ইস্যুতে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।

ভারতীয় কুস্তি সংগঠনের প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে পথে নামা কুস্তিগীরদের তোপ দেগে সমালোচনার মুখে পড়েছেন পিটি ঊষা। ভারতীয় অলিম্পিক সংস্থার প্রধান তথা রাজ্যসভার সাংসদকে এবার এই ইস্যুতে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। টুইট বার্তায় তিরুবনন্তপুরমের সাংসদ বলেন, 'যৌন হেনস্থার মুখে আপনার সহকর্মী ক্রীড়াবিদদের ন্যায়সঙ্গত প্রতিবাদকে অবজ্ঞা করা উচিৎ হয়নি আপনার।' শশী আরও লেখেন, ‘তাঁরা ন্যায়বিচারের জন্য দাঁড়িয়ে আছেন। তাঁরা দেশের সম্মানহানী করেননি। তাঁদের এই অভিযোগকে উড়িয়ে দিয়ে, তাঁদের কথা না শুনে, তাঁদের অভিযোগের ভিত্তিতে তদন্ত না করে, এই ঘটনায় সঠিক পদক্ষেপ না করে দেশের মানহানী করা হচ্ছে।’

উল্লেখ্য, এর আগে 'ট্র্যাকের রানি' পিটি ঊষা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, 'যৌন হেনস্থার জন্য ভারতীয় অলিম্পিক সংস্থার একটি কমিটি রয়েছে। আমাদের কাছে না এসে তাঁরা আবার রাস্তায় নেমেছেন। তাঁদের আমাদের কাছে আসা উচিৎ ছিল। তবে তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগই করেনি। তাঁদের একটু তো শৃঙ্খলা বোধ দেখানো উচিৎ ছিল। এটা খেলার জগতের জন্য ভালো নয়। তাঁরা দেশের সম্মান মাটিতে মেশাচ্ছেন।' পিটি ঊষার এই অভিযোগের জবাবে আজ সকালে মুখ খুলেছেন অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া। তিনি বলেন, 'পিটি ঊষা আমাদের একজন আইকন। তাঁর মন্তব্যে আমরা মর্মাহত। আমি তাঁকে প্রশ্ন করতে চাই, তাঁর অ্যাকাডেমি যখন ধ্বংস করা হচ্ছিল এবং তিনি তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন, তাহলে কি তখন তিনিও দেশের ভাবমূর্তি নষ্ট করছিলেন?'

এদিকে পিটি ঊষার মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং শিবসেনা (উদ্ধবপন্থী) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও। মহুয়া মৈত্র টুইট বার্তায় লিখেছিলেন, ‘এতবছর ধরে কুস্তি ফেডারেশেনের সভাপতি থাকা শাসক দলের সাংসদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও দিল্লি পুলিশ কোনও পদক্ষেপ করছে না। এর ফলে দেশের থেকে গোলাপের সুগন্ধ বেরোচ্ছে? হামাগুড়ি দেবেন না।’ এদিকে প্রিয়াঙ্কা চতুর্বেদী এই নিয়ে লিখেছেন, 'আমি সরি ম্যাম। তবে আমাদের উচিত, সম্মিলিত ভাবে দেশের মহিলা ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানো। আমরা এই অভিযোগ করতে পারি না যে তাঁরা দেশের সম্মানহানী ঘটাচ্ছেন। তাঁরাই দেশের জন্য পদক জিতে আমাদের সম্মানিত করেন।'

বন্ধ করুন