ভাইরাল হয়ে যাওয়া পায়ের চোটের পুরনো ছবি নিয়ে ট্রোলারদের আক্রমণ করলেন শশী থারুর। সেইসঙ্গে ওই ছবি নিয়ে যাঁরা কুরুচিকর মন্তব্য করছিলেন, তাঁদেরও একহাত নিয়েছেন তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ। তিনি জানিয়েছেন, যে ছবিটি ভাইরাল হয়েছে, সেটা দু'বছরের আগের ঘটনার। অথচ সেই ছবি এখন ছড়িয়ে দিয়ে যে জঘন্য মন্তব্য করা হচ্ছে, তা থেকেই বোঝা যাচ্ছে যে নজর ঘোরানোর জন্য ‘ট্রোল ফ্যাক্টরি’ কতটা মরিয়া হয়ে উঠেছে। সেইসঙ্গে শুভাকাঙ্খীদের আশ্বস্ত করে থারুর বলেছেন, ‘যাঁরা আমার সুস্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন, তাঁদের আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমার পা পুরোপুরি ঠিক আছে। আমি রোজ সংসদে যাচ্ছি। গতকালও আমি জাতীয় বিপর্যয় কর্তৃপক্ষ সংক্রান্ত বিল নিয়ে বিতর্কে অংশগ্রহণ করেছি।’
পুরনো চোটের ছবি ভাইরাল
থারুর যে ছবি ভাইরাল ছবির প্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন, তাতে দেখা গিয়েছিল যে তাঁর পায়ে ব্যান্ডেজ করা আছে। শুয়ে আছেন বিছানায়। লিগামেন্টের জায়গায় চোট আছে। অনেকেই বিষয়টা সত্যি ভেবে নিয়ে থারুরের দ্রুত আরোগ্য কামনা করেন। কেউ-কেউ আবার থারুরের মতোই ‘কঠিন-কঠিন’ ইংরেজিতে দ্রুত আরোগ্য কামনা করতে থাকেন। যে ‘কঠিন-কঠিন’ ইংরেজি থারুরের ট্রেডমার্ক।
চূড়ান্ত কুরুচিকর আক্রমণ থারুরকে
তবে তারইমধ্যে কুরুচিকর মন্তব্যও উড়ে আসতে থাকে। তেমনই এক নেটিজেন বলেন, ‘নার্সদের দ্রুত আরোগ্য কামনা করছি। স্রেফ মজার জন্য বললাম।’ অপর একজন বলেন, ‘পা ভেঙে গিয়েছে থারুর স্যারের। যে নার্স ওঁনার শুশ্রুষা করছেন, দয়া করে তাঁর হয়ে প্রার্থনা করুন।’ শুধু তাই নয়, একাধিক উলটো-পালটা ভিডিয়োও পোস্ট করা হতে থাকে। সঙ্গে চূড়ান্ত নোংরা মন্তব্য করতে থাকেন নেটিজেনদের একাংশ।
‘এবার গুগল করতে হবে’, ‘কঠিন’ ইংরেজি নিয়ে মজা থারুরের
আর তা নিয়েই আজ পালটা আক্রমণ শানিয়েছেন থারুর। যদিও তিনি যে আক্রমণ শানিয়েছেন, তাতেও ‘কঠিন’ ইংরেজি নিয়ে মজা করেছেন অনেকে। নিজের বিবৃতিতে ‘picayune’ বলে একটা শব্দ ব্যবহার করেন কংগ্রেস সাংসদ। তা নিয়ে এক নেটিজেন বলেন, ‘ভাই, এটাই সুযোগ। যাঁরা picayune শব্দের অর্থ জানেন না। তাঁদের থেকে জরিমানা নিন।’ একজন আবার বলেন, ‘এবার picayune শব্দের মানে জানতে গুগল করতে হবে।’
অপর এক নেটিজেন বলেন, ‘এবার থেকে যাঁরা যাঁরা Picayune শব্দটা ব্যবহার করেন, তাঁদের অবশ্যই শশী থারুরের নাম উল্লেখ করতে হবে।’ একজন আবার বলেন, ‘আজ দিনের সেরা শব্দ - Picayune।’ একইসুরে একজন বলেন, ‘থারুর থাকলেন থারুরেই। ট্রোল ফ্যাক্টরিতে কটাক্ষ করতে এমন শব্দ ব্যবহার করলেন যে লোকজনকে ডিকশনারি খুলে বসতে হল।’ কেউ-কেউ আবার 'Picayune' শব্দের অর্থও ব্যাখ্যা করে দিয়েছেন। যে শব্দের অর্থ হল তুচ্ছ।