বাংলা নিউজ > ঘরে বাইরে > ইমরানকে ‘বোল্ড’ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শেহবাজ শরিফ

ইমরানকে ‘বোল্ড’ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শেহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শেহবাজ শরিফ। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

ইমরান খানকে ‘বোল্ড’ করেছিলেন শেহবাজ শরিফ। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রীতে কুর্সিতে বসতে চলেছেন তিনিই।

প্রত্যাশিত ছিল। তাতে স্রেফ সিলমোহর পড়ল। ইমরান খানের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শেহবাজ শরিফ। যে শেহবাজের বলেই মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই ‘বোল্ড’ হয়েছেন ইমরান।

পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোটো ভাই শেহবাজ। শেহবাজ তিন দফায় ১২ বছর পঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন। পঞ্জাবের সবচেয়ে দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রী ছিলেন। প্রথমে ১৯৯৭ থেকে ১৯৯৯ এবং পরবর্তীতে টানা দু'দফায় ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। ২০১৮ সাল থেকে পাকিস্তানের জাতীয় সংসদে শেহবাজ বিরোধী দলনেতার পদ সামলেছেন। সেই শেহবাজই এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন।

রবিবার রাতে সংসদে দাঁড়িয়ে শেহবাজ বলেছিলেন, ‘আমরা নিরপরাধ মানুষকে জেলে পাঠাব না। আমরা প্রতিশোধ নেব না। কিন্তু আইন আইনের পথে হাঁটবে এবং ন্যায়বিচার হবে। পাকিস্তানে নতুন ভোর আসতে চলেছে।’ তিনি আরও বলেছিলেন, ‘কোটি কোটি পাকিস্তানিদের প্রার্থনা সর্বশক্তিমান শুনেছেন। ঐক্যবদ্ধ বিরোধী দলের সকল সদস্য আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছে।’

বন্ধ করুন