৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ভেঙে দেওয়ার ঘটনায় এর আগে শেখ হাসিনার দিকেই আঙুল তুলেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। আর এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা। উল্লেখ্য, বৃহস্পতিবারই হাসিনা-বিরোধী একদল জনতা ঢাকায় ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের পথপ্রদর্শক শেখ মুজিবর রহমান এই বাড়িতেই থাকতেন। এখানেই তাঁকে এবং তাঁর পরিবারকে হত্যা করা হয়েছিল। সেই বাড়ি ভেঙে ফেলার ঘটনায় ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বললেন, 'ধানমন্ডি ৩২ নম্বরের সেই বাড়ি তো আমরা ভোগ করিনি। সেটা তো স্মৃতি হিসাবে ছিল। স্বাধীনতার স্মৃতিস্তম্ভ ছিল সেই বাড়ি। একে একে সব ধ্বংস করে দেওয়া হচ্ছে। যতটুকু স্মৃতি ছিল, সেটুকুও ভেঙে গুঁড়িয়ে দিল। কিন্তু আমাদের মনের মণিকোঠায় জাতির পিতা চিরদিন জাগ্রত থাকবেন। তা কোনওদিন মোছা যাবে না।' (আরও পড়ুন: অশান্ত বাংলাদেশে কি হাসিনাকে ফেরত পাঠাবে ভারত? সংসদে জবাব দিল মোদী সরকার)
আরও পড়ুন: 'বিশ্বের সবচেয়ে বড় উন্নয়নমূলক প্রকল্প',নিজের 'গাজা প্ল্যান' বাতলে দিলেন ট্রাম্প
আওয়ামি লিগ কর্মী-সমর্থকদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা, 'এত অত্যাচার করে কেউ বেশিদিন টিকতে পারে না। অল্প দিনের মধ্যে যত অন্যায় তারা করে যাচ্ছে, এর জবাব বাংলার মানুষ তাদের দেবে। ইতিহাস মুছে ফেলা যায় না। হয়ত সাময়িক ভাবে তা বিকৃত করা যায়। কিন্তু ইতিহাস প্রতিশোধ নেয়। ইতিহাস আবার জেগে উঠবে।' (আরও পড়ুন: ধানমন্ডির 'আগুন' ছড়িয়েছে আরও ৩৫ জায়গায়, বাংলাদেশ কি ইউনুসের নিয়ন্ত্রণের বাইরে?)
আরও পড়ুন: ‘সরকার এ ধরনের কর্মকাণ্ড…’ জ্বলছে বাংলাদেশ, গভীর রাতে 'ঘুম ভাঙল' ইউনুসের
এর আগে মুজিবের বাড়ি ভাঙার ঘটনা নিয়ে একটি পোস্ট করা হয়েছিল প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে। তাতে দাবি করা হয়েছিল, হাসিনা যে বারবার 'মিথ্যা ও মনগড়া' মন্তব্য করেছেন, তাতে বাংলাদেশে অস্থিরতা তৈরি হচ্ছে। বাংলাদেশের ভাবাবেগে আঘাত করছে। ইউনুসের সরকারের বক্তব্য, গত বছরের অগস্টে হাসিনার পতনের পর থেকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে কোনওরকম বিপত্তি ঘটেনি। চালানো হয়নি হামলা। কিন্তু বুধবার রাতে হাসিনা যে ‘হিংসাত্মক আচরণ’ করেছেন, তারই প্রতিক্রিয়া হিসেবে মুজিবর রহমানের বাড়িতে হামলা চালানো হয়েছে। (আরও পড়ুন: আমেরিকা ও মিত্রদের 'নিশানার জের', আন্তর্জাতিক আদালতের ওপর নিষেধাজ্ঞা ট্রাম্পের)
সেই পোস্টে লেখা হয়, 'জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদেরকে অপমান করেছেন, অবমাননা করেছেন। শহিদের মৃত্যু সম্পর্কিত অবান্তর, আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন ও অশ্রদ্ধা জানিয়েছেন। শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন, গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরেও তিনি একই হুমকি-ধামকির সুরে জুলাই গণঅভ্যুত্থানকে, গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন। হুমকি, ধামকি দিচ্ছেন। শেখ হাসিনা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির হুমকি দিয়েছেন। মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে, সে ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলছেন। তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে।'