একবার কেউ বলছে, 'ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না'। আবার বলছে, 'ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বলে আশা করছি'। আবার দিল্লিতে এসে শেখ হাসিনাকে জেরার করারও ইচ্ছে প্রকাশ করা হচ্ছে। এই হল এখন বাংলাদেশের অবস্থা। নানা জনের নানা মত। এরই মাঝে এবার 'বিপ্লবী' ছাত্রনেতা সারজিস আলম দাবি করলেন, শীঘ্রই শেখ হাসিনা বাংলাদেশে আসবেন। সরজিস গতকাল এক জনসভায় বলেন, 'খুনি হাসিনা অবশ্যই চট করে বাংলাদেশে আসবেন। এসে অবশ্যই সরাসরি ওই বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন। এরপর সেখান থেকে সরাসরি ফাঁসির মঞ্চে দাঁড়াবেন।' (আরও পড়ুন: ৭.১ মাত্রার ভূমিকম্প তিব্বতে, আধঘণ্টার মধ্যেই আরও ২টি কম্পন! কাঁপল কলকাতাও)
আরও পড়ুন: বৃষ্টি হবে ৪ জেলায়, এরই সঙ্গে হু হু করে নামবে পারদ, জানুন আবহাওয়ার পূর্বাভাস
ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে না বলে 'ধরে নিয়েছে' বাংলাদেশ। এই আবহে প্রাক্তন প্রধানমন্ত্রী ইস্যুতে কার্যত 'হার মেনে' নিয়েছে মহম্মদ ইউনুসের সরকার। তবে তারা তাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে চাইছে। এই আবহে এবার গুমের মামলায় মুজিবকন্যার বিরুদ্ধে জারি করা হল গ্রেফতারি পরোয়ানা। রিপোর্ট অনুযায়ী, সোমবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আজ শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরই মধ্যে আবার জাতীয় স্বাধীন তদন্ত কমিশন শেখ হাসিনাকে ঘিরে তদন্ত নিয়ে মুখ খোলেন। কমিশনের সভাপতি মেজর জেনারেল ফজলুর রহমান বলেছিলেন, ভারত যদি শেখ হাসিনাকে না পাঠায়, তাহলে অনুমতি সাপেক্ষে ভারতে গিয়ে তাঁকে জেরা করতেও রাজি কমিশন। (আরও পড়ুন: '…এর জন্যে আপনাকে সরকারে বসানো হয়নি', ইউনুসকে চাপ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের)
আরও পড়ুন: বাঘের আগমন! রয়্যাল বেঙ্গল টাইগারের টাটকা পায়ের ছাপ, গর্জনে ঘুম উড়ল কুলতলির
উল্লেখ্য, উল্লেখ্য, শুধুমাত্র এক 'নোট ভার্বাল' দিয়ে দিল্লি কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছিল ঢাকা। তবে এই দাবির পরিপ্রেক্ষিতে সব আনুষ্ঠানিকতা নাকি সম্পন্ন করেনি বাংলাদেশ সরকার। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, এই ধরনের প্রত্যর্পণের দাবির পরিপ্রেক্ষিতে অনেক গুরুত্বপূর্ণ ফর্মালিটি থাকে। তবে বাংলাদেশ সরকার নাকি সেই সব না করেই বলে যাচ্ছে - 'হাসিনাকে দিল্লি ফেরত পাঠাবে না'। এই সবের মাঝে ভারত নাকি বাংলাদেশের 'নোট ভার্বাল'-এর জবাব নাও দিতে পারে। (আরও পড়ুন: কলকাতা ও সল্টলেকে কোন রুটে বাড়ছে কটা সরকারি বাস? এখনই বা চলে কটা?)
আরও পড়ুন: জাল ছড়িয়ে আরও গভীরে? প্রাক্তনের পর পাসপোর্ট জালিয়াতিতে এবার নজরে ৪ পুলিশকর্মী
এদিকে হাসিনা ইস্যুতে ভারত জবাব না দিলে বাংলাদেশ কী করতে পারে? এই নিয়ে হাসিনা ইস্যুতে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছিলেন, 'কূটনৈতিক পত্র হস্তান্তর করা হয়েছে। এখনও সরকারি চ্যানেলে আমরা কোনও উত্তর পাইনি। এই মুহূর্তে আমরা কোনও মন্তব্য করব না, বরং ভারতের সরকারের জবাবের জন্য অপেক্ষা করব। সেই জবাবের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।' বাংলাদেশি সরকারি আধিকারিক আরও বলেছিলেন, 'যদি বন্দি বিনিময় চুক্তি দেখা যায়, তাহলে সেখানে কোনও সময়সীমার উল্লেখ নেই। তাই ভারতের উত্তর পাওয়ার জন্যে আমাদের অপেক্ষা করতে হবে। আমরা একটা সময় পর্যন্ত বিষয়টি দেখব। যে কোনও ক্ষেত্রে জবাব দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে। সেই সময়ের মধ্যে জবাব না এলে আরও একটা তাগিদপত্র দেওয়া হবে। তবে এরপর পরবর্তী পদক্ষেপ কী হবে, এখনই বলা মুশকিল হবে।'