বাংলা নিউজ > ঘরে বাইরে > Sheru weds Sweety: হল গায়ে হলুদ, এল বরযাত্রী, নিমন্ত্রিত ১০০! এই বিয়ে কেন নজর কাড়ল জানেন?

Sheru weds Sweety: হল গায়ে হলুদ, এল বরযাত্রী, নিমন্ত্রিত ১০০! এই বিয়ে কেন নজর কাড়ল জানেন?

শেরু ও সুইটির বিয়ের দৃশ্য। সৌজন্য এএনআই

এই বিয়ে কোনও মানুষের নয়। পোষ্য কুকুরের! পাশের বাড়ির শেরুর সঙ্গে প্রতিবেশী বাড়ির সুইটির বিয়ে। ‘শেরু ওয়েডস সুইটি’! এমন নাম শুনলে বলিউড ফিল্মের কথা মনে হতেই পারে। তবে বাস্তবের মাটিতে হরিয়ানার গুরুগ্রামের এই বিয়ে লাইমলাইট কেড়ে নিয়েছে। সেখানে পালম বিহার এক্সটেনশনে জিলে সিং কলোনিতে এই বিয়ের আসর বসে। খাওয়া দাওয়া থেকে, বাড়ি সাজানো পর্যন্ত সমস্ত কিছুর আয়োজন ছিল নিখুঁত।

ছাপানো হয়েছে ২৫ টি নিমন্ত্রণ কার্ড। কার্ড বিলি করার পাশাপাশি অনলাইনে বিয়ের নিমন্ত্রণও হয়েছে। বিয়ে বলে কথা! কোনও ত্রুটি রাখতে চায়নি দুই পরিবারই। গোনাগুন্তি করে হিসাব কষা হয়েছে কতজনের জন্য প্লেটের আয়োজন করা হবে। বরযাত্রী , কনেযাত্রী মিলিয়ে মোট ১০০ জন হয়েছিল আমন্ত্রিতের সংখ্যা। ভাবছেন এ আর এমন কী! এতো সব বিয়েতেই হয়! তবে এই বিয়ে আর বাকি চার পাঁচটা বিয়ের মধ্যে রয়েছে পার্থক্য।

পার্থক্য এই কারণেই, যে এই বিয়ে কোনও মানুষের নয়। পোষ্য কুকুরের! পাশের বাড়ির শেরুর সঙ্গে প্রতিবেশী বাড়ির সুইটির বিয়ে। ‘শেরু ওয়েডস সুইটি’! এমন নাম শুনলে বলিউড ফিল্মের কথা মনে হতেই পারে। তবে বাস্তবের মাটিতে হরিয়ানার গুরুগ্রামের এই বিয়ে লাইমলাইট কেড়ে নিয়েছে। সেখানে পালম বিহার এক্সটেনশনে জিলে সিং কলোনিতে এই বিয়ের আসর বসে। ভাবছেন কী! খাওয়া দাওয়া থেকে, বাড়ি সাজানো পর্যন্ত সমস্ত কিছুর আয়োজন ছিল নিখুঁত। এই বিয়ের কনে সুইটি। তার অভিভাবক বলছেন, তাঁরা নিঃসন্তান। ফলে সুইটিই তাঁদের সন্তানের মতো। অভিভাবক রানি বলছেন, তাঁর স্বামী মন্দিরে গিয়ে সেখানের সারমেয়দের খাইয়ে আসেন। তবে এই কাজ করার সময় ৩ বছর আগে একটি কুকুর তাঁকে অনুসরণ করে তাঁদের বাড়ি চলে আসে।

সেই কুকুরের নাম ওই দম্পতি রাখে সুইটি। রানি বলছেন, ‘অনেকেই বলছিলেন যে সুইটির বিয়ে দেওয়া দরকার।  তারপরই ৪ দিন আগে তা স্থির হয়। আর তারপর আয়োজন। ’ এই বিয়ের আসরে গায়ে হলুদ হয়েছে। হয়েছে মেহেন্দি। তারপর বসেছে বিয়ের আসর। সব মিলিয়ে রানি আর তাঁর স্বামী যেন নিজের মেয়েকেই বিয়ে দিয়েছেন! কিছুদিন আগেই উত্তর প্রদেশে এক নিঃসন্তান দম্পতির পোষ্য ছাগলের জন্মদিন ঘিরেও এমনই ছবি উঠে আসে উদযাপনের। তারই মতো শেরু ও সুইটির বিয়েও মন ছুঁয়ে যায় অনেকের।

 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন