মাঝ-আকাশে স্পাইসজেটের বিমানের ককপিটের কাচে ফাটল দেখা দিল। তার জেরে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সোমবার সকালে দিল্লি-শিলং বিমানকে পাটনার দিকে ঘুরিয়ে দেওয়া হল। পাটনা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, জরুরি ভিত্তিতে স্পাইসজেটের বোম্বাডিয়ার বিমানকে অবতরণ করানো হয়েছে। সুরক্ষিতভাবে জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে সেটি অবতরণ করেছে। বিমানে থাকা ৮০ জন যাত্রী এবং কর্মীই সুরক্ষিত আছেন। আপাতত বিমানটিকে বসিয়ে দেওয়া হয়েছে। মেরামতির পরে ভারতের অসামরিক বিমান পরিবহণের নিয়ন্ত্রক ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) ছাড়পত্র মিললে তবেই ফের বিমানটি উড়বে।
পাটনার আকাশে থাকার সময় ফাটল দেখতে পান পাইলট
আর যে বিমানে (এসজি ২৯৫০) এরকম ঘটনা ঘটেছে, তা দিল্লি থেকে মেঘালয়ের রাজধানী শিলংয়ের বরাপানির দিকে যাচ্ছিল। সকাল ৭ টা ৩ মিনিটে দিল্লি থেকে উড়েছিল। সকাল ১০ টা ২ মিনিটে বরাপানিতে নামার কথা ছিল। বিমানটি যখন পাটনার আকাশে ছিল, তখন ককপিটের কাচে ফাটল দেখতে পান পাইলট। তড়িঘড়ি যোগাযোগ করেন পাটনা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে। জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি চান। এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) তরফে সবুজ সংকেত দেওয়ার পরেই সকাল ন'টা নাগাদ পাটনা বিমানবন্দরে স্পাইসজেটের বিমানটি অবতরণ করে।
দ্রুত সিদ্ধান্ত, জরুরি ভিত্তিতে অবতরণ
নাম গোপন রাখার শর্তে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এক শীর্ষ আধিকারিক বলেছেন, 'স্পাইসজেটের বিমানের ককপিটের কাচে ফাটল দেখতে পাওয়ার পরে আর শিলংয়ের দিকে যাননি পাইলট। বিমানটি যেখানে থাকার সময় সেই ফাটল দেখতে পান পাইলট, সেখান থেকে সবথেকে কাছের বিমানবন্দর ছিল পাটনা। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেখানেই অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। একেবারে স্বাভাবিকভাবেই পাটনায় অবতরণ করেছে বিমানটি।'
তবে যাত্রীরা কীভাবে বরাপানিতে পৌঁছাবেন, তা এখনও স্পষ্ট নয়। পাটনা থেকে বরাপানির দূরত্ব খুব একটা কম নয়। সেই পরিস্থিতিতে যাত্রীদের জন্য বিকল্প বিমানের বন্দোবস্ত করা হবে কিনা, তা নিয়ে আপাতত কিছু জানানো হয়নি। বিষয়চি নিয়ে পাটনা এবং শিলংয়ে স্পাইসজেটের স্টেশন ম্যানেজারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এরকম ঘটনা নতুন নয়
এমনিতে বিমানের ককপিটের কাচে ফাটল ধরার বিষয়টি একেবারেই নতুন কোনও ব্যাপার নয়। পাখির ধাক্কা বা শিলার আঘাতে মাঝেমধ্যেই এরকম ঘটনা সামনে আসে। স্পাইসজেটের ঘটনার মধ্যেই ব্রাজিলে একটি ছোট বিমানের ককপিটের কাচে ধাক্কা মারে শকুন। কাচ ভেঙে বিমানের মধ্যে ঢুকে যায়। আর পাইলটের ঠিক মুখের সামনে ঝুলেছিল। সেই অবস্থায় সুরক্ষিতভাবে বিমান অবতরণ করিয়েছেন পাইলট।