মহারাষ্ট্রের রাজনৈতিক গতিবিধির ক্লাইম্যাক্স কোন দিকে যেতে চলেছে তার দিকে তাকিয়ে গোটা দেশের রাজনৈতিক আঙিনা। এরই মাঝে বিদ্রোহী একনাথ শিণ্ডের ক্যাম্পের প্রতি আবেগঘন বার্তা দিয়েছেন বালা সাহেব ঠাকরের পুত্র উদ্ধব। শিবসেনা প্রধান হিসাবে তিনি বিদ্রোহী বিধায়কদের নিয়ে উদ্বেগে রয়েছেন বলে জানিয়েছেন উদ্ধব।
উদ্ধব বলেন, ‘আপনারা আটকে রয়েছেন গুয়াহাটিতে গত কয়েকদিন ধরে। প্রতিদিন আপনাদের নিয়ে নতুন তথ্য আসতে শুরু করছে। … আপনাদের অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আর আপনারা অনেকেই শিবসেনায় রয়েছেন। বহু পারিবারের লোকজনও আমার সঙ্গে যোগাযোগ করেছেন।' এই বক্তব্যের সঙ্গেই উদ্ধাব জানিয়েছেন তিনি চান গুয়াহাটিতে আটকে থাকা বিদ্রোহী বিধায়করা মুম্বই এসে যাতে তাঁর সঙ্গে আলোচনায় বসেন। এদিকে, উদ্ধব সরকারের বিরুদ্ধে ঝড় তোলা একনাথ শিণ্ডের দাবী, তিনি কাউকে আটকে রাখেননি। ৫০ জন বিধায়ক তাঁর সমর্থনে রয়েছেন। ১ জুলাই থেকে দেশে সিঙ্গল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ হতে চলেছে, জানিয়ে দিল কেন্দ্র
এদিকে, সম্ভবত মহারাষ্ট্রে আস্থাভোট এখন সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে উদ্ধবের আবেগঘন বার্তা, ‘শিবসেনা পরিবারের প্রধান হিসাবে আপনাদের ভাবনাকে আমি সম্মান করি। প্রধান হিসাবে আমি আমার মন থেকে বলছি, কোনও বিভ্রান্তি থাকলে সরিয়ে ফেলুন, কোনও সমাধান নিশ্চয় বের হবে। ’ আবেগঘন বার্তায় উদ্ধব বলেন, 'শিবসেনার প্রধান হিসাবে ও পার্টির প্রধান হিসাবে আপনাদের জন্য চিন্তা হচ্ছে। চলে আসুন এখানে কথা বলার জন্য।' উল্লেখ্য, অসমের গুয়াহাটির ব়্যাডিসন ব্লু হোটেলে রয়েছেন উদ্ধবের বিরুদ্ধে সোচ্চার হওয়া শিবসেনা নেতা একনাথ শিণ্ডে। তাঁর সঙ্গে রয়েছেন একাধিক বিধায়ক। তিনি জানিয়েছেন, তাঁরা এখনও শিবসেনাতেই রয়েছেন, আর দলকে এগিয়ে নিতে চান।
আপাতত যা অঙ্ক তাতে আড়াই বছরের উদ্ধব সরকারকে ফেলতে একনাথ শিণ্ডের ৩৭ জন বিধায়ক প্রয়োজন। এই অঙ্কের নিরিখে দেখা যাচ্ছে শিণ্ডের তরফে ৪০ জন বিধায়ক এখনই রয়েছেন। ফলে হিসাব কতটা সহজ হচ্ছে তা সম্ভাব্য আস্থা ভোটের স্লগ ওভারে জানা যেতে পারে বলে মনে করা হচ্ছে।