বাংলা নিউজ > ঘরে বাইরে > 'রাষ্ট্রপতিকেও কি বিজেপি এবার পদত্যাগ করতে বলবে?' কেন এই প্রশ্ন তুললেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত

'রাষ্ট্রপতিকেও কি বিজেপি এবার পদত্যাগ করতে বলবে?' কেন এই প্রশ্ন তুললেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত

শিবসেনা নেতা সঞ্জয় রাউত। ছবি সৌজন্য টুইটার/ এএনআই।

উদ্ধব সরকারের সমর্থনে দাঁড়িয়ে সাফ বার্তায় শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, ‘রাজ্য সরকার নিজের সিদ্ধান্ত নিতে জানে।’

মহারাষ্ট্রের একটি স্পোর্টস কমপ্লেক্সের নামকরণ ঘিরে মারাঠা রাজনীতি তোলপাড়। টিপু সুলতানের নামে ওই কমপ্লেক্সের নামকরণ ঘিরে বিরোধিতায় নেমেছে বিজেপি ও বজরং দল। মাইসোরের অষ্টদশ শতাব্দীর সম্রাট টিপু সুলতানের নাম ঘিরে রয়েছে আপত্তি। এই পরিস্থিতিতে ফের একবার বিজেপিকে টার্গেট করে টিপ্পনী কাটতে ছাড়েননি শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তিনি প্রশ্ন তোলেন , এই সূত্রই যদি ধরে নেওয়া হয়, তাহলে কি বিজেপি এবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দেও ইস্তফা দাবি করবে?

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত প্রশ্ন তোলেন যে, 'রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কর্ণাটকে গিয়েছিলেন, সেখানে তিনি টিপু সুলতানের প্রশংসা করেছিলেন। বলেছিলেন উনি ঐতিহাসিক যোদ্ধা, স্বাধীনতা সংগ্রামী। তাহলে কি রাষ্ট্রপতিরও ইস্তফা দাবি করবে? বিজেপির এই বিষয়টি স্পষ্ট করা উচিত।' একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে সঞ্জয় রাউত বলেন, ' বিজেপি ভাবে ইতিহাসের জ্ঞান শুধু ওঁদেরই আছে। সবাই বসে রয়েছে নতুন ইতিহাস লিখতে। এই ঐতিহাসিকরা এখানে ইতিহাস বদলাতে এসেছেন। আমরা টিপু সুলতান সম্পর্কে জানি। আর তা বিজেপির থেকে শিখতে চাই না।'

মহারাষ্ট্রের একটি স্পোর্টস কমপ্লেক্সের নামকরণ ঘিরে মারাঠা রাজনীতি তোলপাড়। টিপু সুলতানের নামে ওই কমপ্লেক্সের নামকরণ ঘিরে বিরোধিতায় নেমেছে বিজেপি ও বজরং দল। মাইসোরের অষ্টদশ শতাব্দীর সম্রাট টিপু সুলতানের নাম ঘিরে রয়েছে আপত্তি। এই পরিস্থিতিতে ফের একবার বিজেপিকে টার্গেট করে টিপ্পনী কাটতে ছাড়েননি শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তিনি প্রশ্ন তোলেন , এই সূত্রই যদি ধরে নেওয়া হয়, তাহলে কি বিজেপি এবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দেও ইস্তফা দাবি করবে?

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত প্রশ্ন তোলেন যে, 'রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কর্ণাটকে গিয়েছিলেন, সেখানে তিনি টিপু সুলতানের প্রশংসা করেছিলেন। বলেছিলেন উনি ঐতিহাসিক যোদ্ধা, স্বাধীনতা সংগ্রামী। তাহলে কি রাষ্ট্রপতিরও ইস্তফা দাবি করবে? বিজেপির এই বিষয়টি স্পষ্ট করা উচিত।' একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে সঞ্জয় রাউত বলেন, ' বিজেপি ভাবে ইতিহাসের জ্ঞান শুধু ওঁদেরই আছে। সবাই বসে রয়েছে নতুন ইতিহাস লিখতে। এই ঐতিহাসিকরা এখানে ইতিহাস বদলাতে এসেছেন। আমরা টিপু সুলতান সম্পর্কে জানি। আর তা বিজেপির থেকে শিখতে চাই না।'

|#+|

এদিন , উদ্ধব সরকারের সমর্থনে দাঁড়িয়ে সাফ বার্তায় শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, 'রাজ্য সরকার নিজের সিদ্ধান্ত নিতে জানে। নতুন করে ইতিহাস লিখতে হবে না। আপনারা দিল্লির ইতিহাস বদলের চেষ্টা করতে পারেন, তবে তাতে সাফল্য পাবেন না।' উল্লেখ্য, সামনেই রয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপাল ভোট। আর মুম্বই পুরসভার এই ভোট ঘিরে শিবসেনা-বিজেপির কাঁটে কা টক্কর হবে বলে মনে করছে মারাঠা রাজনীতি। এদিকে মারাঠা স্ট্রংম্যান শরদ পাওয়ারের দল এনসিপিও জমি দখলের লড়াইতে জোরদারভাবে নামছে। পিছিয়ে থাকতে চায় না কংগ্রেসও। সেই জায়গা থেকে নামকরণ ঘিরে এই নতুন বিতর্ক মারাঠা রাজনীতিতে আলাদা মাত্রা পাবে বলে মনে করা হচ্ছে।

 

 

বন্ধ করুন