গুয়াহাটি থেকে গতকাল রাতেই গোয়া পৌঁছে যান একনাথ শিন্ডেরা। শিবসেনার বিদ্রোহী বিধায়কদের আজই মুম্বইতে পা রাখার কথা। আস্থা ভোটে অংশ নিতেই দীর্ঘদিন পর নিজ রাজ্যে ফিরতে চলেছেন একনাথরা। তবে গতরাতে উদ্ধব ঠাকরে পদত্যাগ করায় আস্থা ভোটের প্রয়োজন ফুরিয়েছে। এই আবহে মহারাষ্ট্র বিজেপির সভাপতি চন্দ্রকান্ত পাতিল একনাথদের ‘সতর্ক’ করে দিয়ে বললেন, ‘বৃহস্পতিবার মুম্বইতে যে শিবসেনা বিদ্রোহী বিধায়কদের আসার কথা ছিল, আমি তাঁদের অনুরোধ করছি যাতে তাঁরা একেবারে শপথগ্রহণের দিনে আসুন।’
এদিকে চন্দ্রকান্ত পাতিল জানান, সরকার গঠন নিয়ে আগামী পদক্ষেপ ঠিক করবেন দেবেন্দ্র ফড়ণবীস এবং একনাথ শিন্ডে। এদিকে গতকাল সুপ্রিম কোর্ট আস্থাভোটকে সবুজ বাতি দেখাতেই রাতে পদত্যাগ করেন উদ্ধব ঠাকরে। সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার মিনিট ১০-এর মধ্যে ফেসবুক লাইভে আসেন উদ্ধব। সেখানেই তিনি ঘোষণা করেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে চলেছেন। বুধবার রাতে তিনি ঘোষণা করেন, 'আমি ভয় পাইনি। তবে মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দিচ্ছি।' তিনি আরও বলেন, 'একটি অভাবনীয় পরিস্থিতিতে আমায় ক্ষমতায় আসতে হয়েছিল। একইভাবে আমি কুর্সি ছাড়ছি। তবে চিরকালের মতো আমি কোথাও যাচ্ছি না। আমি এখানেই থাকব। আবারও শিবসেনা ভবনে বসব। '
রাজভবনের তরফে জানানো হয়েছে, নয়া মুখ্যমন্ত্রী হিসেবে কেউ শপথ না নেওয়া পর্যন্ত উদ্ধবকে মুখ্যমন্ত্রী হিসেবে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নয়া মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের নাম উঠে আসছে। ডেপুটি হিসেবে উঠে আসছে বিদ্রোহী শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডের নাম। খুব সম্ভবত ১ জুলাই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করবেন দেবেন্দ্র ফড়ণবীস। চন্দ্রকান্ত পাতিলের তাই বিদ্রোহী সেনা বিধায়কদের প্রতি ‘অনুরোধ’ একেবারে শপথগ্রহণের দিনই মুম্বইতে যাতে পা রাখেন তাঁরা। পাছে সরকার গঠনের আগেই বিদ্রোহীদের দলে উদ্ধব ভাঙন ধরান, সেই আশঙ্কা থেকেই এমন ‘অনুরোধ’ বলে মনে করা হচ্ছে।