বাংলা নিউজ > ঘরে বাইরে > Shiv Sena Rebellion: অঘাড়ি জোট ছাড়ার ‘ইঙ্গিত’ সঞ্জয় রাউতের, একনাথদের মুম্বই আসার ‘চ্যালেঞ্জ’

Shiv Sena Rebellion: অঘাড়ি জোট ছাড়ার ‘ইঙ্গিত’ সঞ্জয় রাউতের, একনাথদের মুম্বই আসার ‘চ্যালেঞ্জ’

সঞ্জয় রাউত  (ANI)

সঞ্জয় রাউত এদিন বলেন, '২৪ ঘণ্টার মধ্যে যদি বিধায়করা মুম্বই ফিরে আসেন, তাহলে মহাবিকাশ অঘাড়ি ছাড়ার বিষয়ে চিন্তা ভাবনা করা যেতে পারে।’ এদিন সঞ্জয় দাবি করেন যে শীর্ষ নেতৃ্ত্বের সঙ্গে ২২ জন বিধায়কের যোগাযোগ রয়েছে।

গতকাল উদ্ধব ঠাকরে বলেছিলেন তিনি মুখ্যমন্ত্রী পদ ছাড়তে পারেন। তবে সেই বার্তাতে চিঁড়ে ভেজেনি। এই আবহে আজকে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত দাবি করেন যে বিদ্রোহী বিধায়করা যদি মুম্বইতে ফিরে এসে দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেন তাহলে মহাবিকাশ অঘাড়ি থেকে সমর্থন প্রত্যাহারের কথা ভাবতে পারে দল। সঞ্জয় রাউতের এই মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে মারাঠা রাজনৈতিক মহলে। সঞ্জয় রাউত এদিন বলেন, '২৪ ঘণ্টার মধ্যে যদি বিধায়করা মুম্বই ফিরে আসেন, তাহলে মহাবিকাশ অঘাড়ি ছাড়ার বিষয়ে চিন্তা ভাবনা করা যেতে পারে।’ এদিন সঞ্জয় দাবি করেন যে শীর্ষ নেতৃ্ত্বের সঙ্গে ২২ জন বিধায়কের যোগাযোগ রয়েছে।

এদিন শিবসেনার তরফে কৈলাস পাতিল এবং নিতিন দেশমুখকে সংবাদমাধ্যমের সামনে পেশ করা হল। সাংবাদিক সম্মেলনে নিতিন ও কৈলাস দাবি করেন অনেক বিধায়ক ইন্ডে গোষ্ঠী থেকে ফিরতে চান। তাঁদের অভিযোগ, বিধায়কদের ‘অপহরণ’ করা হয়েছে। অপরদিকে এদিন বিদ্রোহী বিধায়কদের তরফে উদ্ধব ছাকরের উদ্দেশে একটি চিঠি লেখা হয়। তাতে অভিযোগ করা হয়, মহবিকাশ অঘাড়ি সরকার চলাকালীন শিবসেনার বিধায়কদের সঙ্গে খারাপ আচরণ করত এনসিপি। পাশাপাশি বিদ্রোহীদের অভিযোগ, উদ্ধবের সঙ্গে দেখা করতে পারতেন না বিধায়করা।

এদিকে বৃহস্পতিবার মোট তিনজন শিবসেনা বিধায়ক এসে যোগ দিলেন একনাথ শিন্ডের গোষ্ঠীতে। দীপক কেসারকর, সদা সর্বঙ্কর, মঙ্গেশ কুডালকার এবং সঞ্জয় রাঠোড় এদিন গুয়াহাটি এসে পৌঁছান। সূত্রের খবর, বর্তমানে শিন্ডে গোষ্ঠীর কাছে ৩৮ শিবসেনা বিধায়কের সমর্থন রয়েছে। এর মধ্যে ৩৫ জন গুয়াহাটিতে রয়েছেন। অপরদিকে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সমর্থনে মাত্র ১৩ জন বিধায়ক আছেন। একজন বিধায়ক এখনও মনস্থির করতে পারেননি বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ৫৫ বিধায়কের দলে একনাথদের দলবিরোধী আইন এড়াতে ৩৭ জন বিধায়ক প্রয়োজন ছিল। সেই সংখ্যা অনায়াসে পার করতে পারে শিন্ডে গোষ্ঠী।

ঘরে বাইরে খবর

Latest News

'বিষ দেওয়া হয়েছে', মুখতার আনসারির মৃত্যু নিয়ে বিস্ফোরক ছেলে, জরুরি বৈঠকে যোগী নরকিয়ার গতিকে তাচ্ছিল্য করে একই ওভারে অবলীলায় ২টি ছক্কা হাঁকালেন অশ্বিন-ভিডিয়ো ঝড়গ্রামের মেয়ে, স্কুলে পড়াকালীন অডিশন দেন, কীভাবে পড়শোনা করেন আরাত্রিকা? জেলে হার্ট অ্যাটাক ৫ বারের বিধায়কের, মৃত্যু পূর্ব UP-র 'ত্রাস' মুখতার আনসারির 'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল ধোনি ভালো ক্যাচ ধরেছে,তবে রাহানে আরও বেশি ফিট-বুড়োদের পারফরম্যান্সে মজেছেন বীরু সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.