মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ কেডিয়ান কুণাল কামরার বিরুদ্ধে। আর সেই ঘটনার রেশ ধরে মুম্বইয়ের খার এলাকার একটি হোটেলে ভাঙচুর চালাল শিবসেনা কর্মীরা। এই হোটেলেই স্ট্যান্ড আপ কমেডিয়ান কুণাল কামরার শোয়ের শুটিং হয়েছিল। একনাথ শিন্ডেকে 'বিশ্বাসঘাতক' অভিহিত করে কটাক্ষ করেছিলেন কুণাল। হিন্দি গান 'দিল তো পাগাল হ্যায়'-এর নিজস্ব সংস্করণ গেয়ে তিনি একনাথকে তোপ দেগেছিলেন। এই আবহে খার এলাকার হোটেল ইউনিকন্টিনেন্টালে ভাঙচুর চালায় একনাথের অনুগামীরা। কুণাল কামরার বিরুদ্ধে এফআইআর নিবন্ধনেরও দাবি জানায় তারা।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, একনাথ শিন্ডের বিরুদ্ধে কামরার কটূক্তির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর দলীয় কর্মীরা হোটেল অডিটোরিয়ামে ছুটে যান। শিবসেনা নেতা সঞ্জয় রাউতও 'এক্স'-এ সেই ভাঙচুরের ভিডিয়োটি পোস্ট করে লিখেছেন, 'কুণাল কা কামাল।' ভিডিয়োতে দেখা যায়, 'দিল তো পাগল হ্যায়' ছবির একটি গানের পরিবর্তিত সংস্করণ ব্যবহার করে একনাথ শিন্ডেকে কটাক্ষ করেন কামরা। অপর একটি পোস্টে রাউত লিখেছেন, 'কুণাল কামরা একজন প্রখ্যাত লেখক এবং স্ট্যান্ড-আপ কমেডিয়ান। কুণাল মহারাষ্ট্রের রাজনৈতিক দৃশ্যপটে একটি প্যারোডি গান তৈরি করেছিলেন, যা শিন্ডে গ্যাংকে ক্ষুব্ধ করেছে এবং তারপরে স্টুডিও ভাঙচুর হয়েছে।'
এদিকে এই ঘটনার পরে শিবসেনা সাংসদ নরেশ মহাস্কে কুণাল কামরাকে হুঁশিয়ারি দিয়ে বলেন যে দেশজুড়ে শিবসেনা কর্মীরা তাঁকে তাড়া করবে। এক ভিডিয়ো বার্তায় তিনি বলেন, 'আপনাকে ভারত ছেড়ে পালাতে বাধ্য করা হবে।' মাহস্কে অভিযোগ করেছিলেন যে কামরা শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের কাছ থেকে অর্থ নিয়েছিলেন এবং তাই একনাথ শিন্ডেকে নিশানা করেছিলেন। এদিকে সেনা বিধায়ক মুরজি প্যাটেল বলেছেন, তিনি এমআইডিসি থানায় কামরার বিরুদ্ধে এফআইআর দায়ের করবেন।
এদিকে খার পুলিশ এই মামলায় শিবসেনার নেতা রাহুল কানাল এবং বিভাগীয় প্রধান শ্রীকান্ত শর্মালকর এবং অন্যান্যদের গ্রেফতার করেছে। তাদের থানায় নিয়ে আসা হয়েছে। খার পুলিশ সরমালকর এবং আরও ১৭ জনের নাম উল্লেখ করে একটি এফআইআর দায়ের করেছে বলে জানা গিয়েছে।