বলিউড অভিনেতা সইফ আলি খান নিজের বাড়িতেই যেভাবে দুষ্কৃতীর হতে ছুরিবিদ্ধ হয়েছেন তাতে হতবাক অভিনয় জগত থেকে শুরু করে রাজনৈতিক মহল। দুষ্কৃতীর ছুরির কোপে গুরুতরভাবে জখম হয়েছেন। যদিও বর্তমানে বিপদন্মুক্ত রয়েছেন অভিনেতা। তবে এমন ঘটনায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা সরব হয়েছেন বিরোধীরা।শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে সম্প্রতি বলিউড অভিনেতা সাইফ আলি খানের উপর ছুরি হামলার ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মহারাষ্ট্রের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন। এর জন্য রাজ্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন তিনি।
আরও পড়ুন: পরিচারিকার চ্যাঁচেমেচিতে ছুটে আসেন সইফ! ধস্তাধস্তিতে আহত হন অভিনেতা,দাবি পুলিশের
এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ’সইফ আলি খানের বাড়িতে অনুপ্রবেশ এবং তাঁর ওপর ছুরির হামলা মর্মান্তিক। আমরা শুনে স্বস্তি পেয়েছি যে তিনি স্থিতিশীল। আমরা প্রার্থনা করি যে কঠিন সময়গুলি শেষ হয়ে যাবে এবং তিনি তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। তবে যে ঘটনাটি ঘটেছে তা মহারাষ্ট্রে আইন-শৃঙ্খলার চরম ব্যর্থতাকে তুলে ধরে।’
এ প্রসঙ্গে রাজ্যে হিট অ্যান্ড রান মামলা সহ তিন বছরে একাধিক অপরাধমূলক ঘটনা তুলে ধরেন। রাজ্যে যে অপরাধ বেড়েই চলেছে সেই দাবি করেছেন শিবসেনা নেতা। ঠাকরে নাগরিক সুরক্ষার প্রতি সরকারের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলেন। সরকারকে তিনি প্রশ্ন করেন, ‘সরকারে কি আমাদের এমন কেউ আছে যে নাগরিকদের সুরক্ষার বিষয়ে আদৌ চিন্তা করে?’
উল্লেখ্য, সইফ আলি খান বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের বান্দ্রা এলাকায় তাঁর নিজের বাড়িতে ছুরি হামলার শিকার হন। এক অনুপ্রবেশকারী চুরির উদ্দেশ্যে তাঁর বাড়িতে ঢোকে। তখন ধ্বস্তাধ্বস্তির সময় দুষ্কৃতী একের পর এক সইফের শরীরে ছুরির কোপ বসায়। ৬ জায়গায় তিনি আঘাত পেয়েছেন। আক্রমণের ফলে গুরুতর আহত হন অভিনেতা। ঘটনাটি ঘটে রাত আড়াইটার দিকে ঘটে। দ্রুত তাঁকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়।
এদিকে, এই ঘটনার পরে সইফকে হত্যার চেষ্টা ও অনুপ্রবেশের অভিযোগে থানায় অভিযোগ দায়ের হয়। যদিও পুলিশ কোন ধারার অধীনে এফআইআর নথিভুক্ত করা হয়েছে তা নিশ্চিত করেনি। অভিনেতার পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই দুষ্কৃতী চুরির জন্য বাড়িতে ঢুকেছিল। চিকিৎসকরা জানান, সইফের পিঠে ছুরি আটকে ছিল। অস্ত্রোপচার করে ছুরিটি বের করা হয়েছে।