বাংলা নিউজ > ঘরে বাইরে > Sanjay Shirsat: মুঘল সম্রাট ঔরাঙ্গজেবের কবর সরিয়ে ফেলার দাবি, প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখছেন শিবসেনা বিধায়ক

Sanjay Shirsat: মুঘল সম্রাট ঔরাঙ্গজেবের কবর সরিয়ে ফেলার দাবি, প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখছেন শিবসেনা বিধায়ক

শিবসেনা বিধায়ক সঞ্জয় সিরসত। . (PTI Photo) (PTI)

মহারাষ্ট্রের ঔরাঙ্গাবাদ শহর থেকে যাতে মুঘল সম্রাট ঔরাঙ্গজেবের কবর সরিয়ে দেওয়া হয়, তার জন্য আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখবেন শিবসেনার একনাথ শিন্ডে পক্ষের বিধায়ক সঞ্জয় শিরসত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোমবার একথা জানান তিনি।

এবার শিবসেনার একনাথ শিন্ডে পক্ষের বিধায়ক সঞ্জয় শিরসত উঠে এলেন খবরের শিরোনামে। সোমবার এক মন্তব্যে, সঞ্জয় শিরসত দাবি করেছেন, তিনি এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখবেন, যাতে ঔরাঙ্গাবাদ শহর থেকে ঔরাঙ্গজেবের কবর সরিয়ে দেওয়া হয়।

মহারাষ্ট্রের ঔরাঙ্গাবাদ শহর থেকে যাতে মুঘল সম্রাট ঔরাঙ্গজেবের কবর সরিয়ে দেওয়া হয়, তার জন্য আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখবেন শিবসেনার একনাথ শিন্ডে পক্ষের বিধায়ক সঞ্জয় শিরসত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোমবার একথা জানান তিনি। এদিকে, মহারাষ্ট্রের ঔরাঙ্গবাদের নাম পাল্টে ছত্রপতি শাম্ভাজিনগর রাখার প্রতিবাদে সরব হয়েছে এআইএমআইএম। আসাদউদ্দিন ওয়েইসির নেতৃত্বাধীন এই রাজনৈতিক দলকে ‘বিরিয়ানি পার্টি’ বলে উল্লেখ করে মুঘল সম্রাট ঔরাঙ্গজেবের কবর সরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে সরব হন সঞ্জয় শিরসত। এদিকে, ঔরাঙ্গাবাদের নাম পাল্টানোর প্রতিবাদে এআইএমআইএমের নেতা সাংসদ ইমতিয়াজ জলিল অনশনে বসেছেন। জেলা কালেক্টরের অফিসের সামনে এই ধরনা গত ৪ মার্চ থেকে চলছে। আর তার প্রেক্ষিতেই একনাথ শিন্ডে ক্যাম্পের বিধায়ক সঞ্জয় শিরসত সরব হচ্ছেন বলে মনে করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের কাছে মুখ খুলে সঞ্জয় শিরসত বলেন,' এটা কোনও আন্দোলন নয়। বিরিয়ানি পার্টি ও এই পার্টির ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ঔরাঙ্গাবাদের মুসলিমদের কোনও সমস্যা নেই এই নামের বদল ঘিরে। তবে হায়দরাবাদের মানুষদের সমস্যা রয়েছে।' ( তুতে ভাইকে অপহরণ করে গলা কেটে খুন! কাকিমাকে ফোন করে নাবালক চাইল মুক্তিপণ)

শিবসেনার একনাথ শিন্ডে শিবিরের বিধায়ক সঞ্জয় শিরসত বলেন, ‘আপনার (জলিল) কীসের সমস্যা রয়েছে এই শহরের নাম পাল্টানো নিয়ে? আপনি কি ঔরাঙ্গজেবের বংশধর? এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়েইসি ( ঔরাঙ্গজেবের) কবরের কাছে যান আর প্রার্থনা করেন।’ শিরসত বলেন,' আমি নিজেদের দাবির কথা বলব প্রধানমন্ত্রী মোদীকে। আমি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলব। জলিল চাইছেন এলাকার শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত করতে।' উল্লেখ্য, বিজেপির জোট সরকার মহারাষ্ট্রের ঔরাঙ্গাবাদ জেলার নাম পাল্টানোর অনুমোদন দিয়েছে। ঔরাঙ্গাবাদের নাম পাল্টে ছত্রপতি শাম্ভাজিনগর ও ওসমানাবাদের নাম পাল্টে ধারাশিব রাখার বিষয়ে অনুমোদ দিয়েছে বিজেপি সরকার।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন
Live Score