বাংলা নিউজ > ঘরে বাইরে > Do Nothing Guy of Japan: কিছু না করে চাকরি খুইয়েছিলেন, আর এখন কিছু না করেই লক্ষ-লক্ষ রোজগার তাঁর! কে তিনি? কী করেন?

Do Nothing Guy of Japan: কিছু না করে চাকরি খুইয়েছিলেন, আর এখন কিছু না করেই লক্ষ-লক্ষ রোজগার তাঁর! কে তিনি? কী করেন?

শোজি মোরিমোতো। (X)

মোরিমোতো জাপানে এতটাই জনপ্রিয় যে প্রতিবছর অন্তত ১,০০০টি সঙ্গ দেওয়ার অনুরোধ পান তিনি! এবং শুধুমাত্র সঙ্গ দিয়েই রোজগার করেন লক্ষ লক্ষ টাকা।

একটা সময় ছিল, যখন তাঁকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কারণ, তিনি কোনও কাজই করতেন না। আর এখন সেই তিনিই কিনা লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন। তাও কিছু না করার জন্য!

যাঁর কথা বলছি, তিনি জাপানের মানুষ। ৪১ বছরের শোজি মোরিমোতো। যদিও সোশাল মিডিয়া ও সংবাদমাধ্যমের সৌজন্যে তিনি অনেক বেশি জনপ্রিয় জাপানের 'ডু নাথিং গাই' (কিছু না করা ব্যক্তি) পরিচয়ে!

আন্তর্জাতিক মহলের দাবি অনুসারে, মোরিমোতো এখন নিজেকে ভাড়া দেন! সেইসব মানুষের কাছে, যাঁরা শুধুমাত্র সঙ্গী চান সময় কাটানোর জন্য। কিন্তু, সেই সময় কাটানোয় কোনও রোম্যান্স থাকা চলবে না। এমন একাকী সঙ্গী খোঁজা মানুষরাই নাকি মোরিমোতোকে সঙ্গী হিসাবে ভাড়া নিতে হাজার হাজার টাকা খরচ করেন।

যদি এতটুকু পড়েই মনে হয়, এ আবার কেমন আজব পেশা, তাহলে বলব, এই পেশা যে কতটা আজব, তা বুঝতে গেলে আরও একটু খবরাখবর নিতে হবে!

কারণ, মোরিমোতোকে নানাভাবে ভাড়া নেওয়া যায়। যেমন - তিনি ভিডিয়ো কলে কাউকে সঙ্গ দিতে পারেন। উলটোদিকে, যিনি মোরিমোতোকে ভাড়া করেছেন, তখনই হয়তো তিনি তাঁর নিজের ঘর পরিষ্কার করছেন। মোরিমোতোর কাজ হল, সেই সময়টুকু তাঁকে ভার্চুয়ালি সঙ্গ দেওয়া!

আবার ধরুন, কোথাও কোনও লম্বা ম্যারাথন চলছে। একজন দর্শক দাঁড়িয়ে রয়েছেন ফিনিশ লাইনের কাছে। সেখানে খেলোয়াড়দের পৌঁছতে সময় লাগবে। সেটা বোরিং। তাই, সেই অপেক্ষারত দর্শকটিকে সঙ্গ দিতেও টাকার বিনিময়ে সেখানে পৌঁছে যেতে পারেন মোজিমোতো!

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মোরিমোতো দাবি করেন, একবার এক মহিলা তাঁকে ভাড়া করে জানান, বন্ধুর সঙ্গে একটি কনসার্টে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু, তিনি যেতে পারবেন না। তাই, মোরিমোতোকে সেখানে পাঠান তিনি।

মোরিমোতো জাপানে এতটাই জনপ্রিয় যে প্রতিবছর অন্তত ১,০০০টি সঙ্গ দেওয়ার অনুরোধ পান তিনি! এবং শুধুমাত্র সঙ্গ দিয়েই রোজগার করেন লক্ষ লক্ষ টাকা।

সূত্রের দাবি, প্রথম-প্রথম দুই থেকে তিনঘণ্টা সঙ্গ দেওয়ার জন্য ৫,৪০০ থেকে ১৬,২০০ টাকা (ভারতীয় মুদ্রায়) ভাড়া নিতেন তিনি। কিন্তু, পরবর্তীতে এক অনন্য মডেল আমদানি করেন মোরিমোতো। সেটা হল - 'যেমন ইচ্ছা টাকা দাও'! অর্থাৎ, যিনি মোরিমোতোকে ভাড়া নেবেন, তিনি তাঁর ইচ্ছা মতোই তাঁকে টাকা দেবেন।

এই প্রসঙ্গে মোরিমোতো বলেন, 'আমি স্বেচ্ছাসেবক হিসাবে টাকা নিই। তাই, আমি জানি না, এটা কত দিন কাজ করবে। তবে, আমি বিষয়টা উপভোগ করছি। এবং আমি চাই, এটা এভাবেই চলুক।' তিনি বলেন, 'আমি শুধু খুব সাধারণভাবে বাঁচতে চাই এবং জীবনকে উপভোগ করতে চাই।'

মোরিমোতো তাঁর অভিজ্ঞতার ঝুলি খুলে জানান, একবার এক মহিলা আমাকে ভাড়া করেছিলেন। আমার কাজ ছিল, একটি ক্যাফের একেবারে কোনার টেবিলে গিয়ে চুপচাপ বসে থাকা। যাতে তিনি আমারে দেখতে পান। সেদিন সেখানে মহিলা তাঁর স্বামীকে ডিভোর্স দেওয়ার কথা বলতে গিয়েছিলেন!

মোরিমোতো আরও বলেন, তাঁর এই কাজে অনেক মজা আর রোমাঞ্চ আছে। যেমন - 'আমি একটি অফার মেসেজ পাই, তখন। যখন আমি অচেনা জায়গায় কোনও অচেনা লোকের সঙ্গে দেখা করি, তখন। কিংবা যখন আমাকে শুধুই একটা গল্প শুনতে হয়, তখন। আমি সেই প্রত্যেকটা মুহূর্তে আনন্দ অনুভব করি। আমি শুধুই এটা করতে চাই। আর কিছু না।'

পরবর্তী খবর

Latest News

অন্য নারীর সঙ্গে ভিডিয়ো কলে যুজি! ডিভোর্স জল্পনার মাঝেই নতুন শুরু ধনশ্রীর ব্যবহৃত সিগারেট দিয়ে তৈরি করেন টেডি, ভাইরাল নয়ডার বাসিন্দা অনন্য কীর্তি স্পেশাল মেট্রো চলবে বইমেলার জন্য, মিলবে রবিতেও, কতক্ষণ চালু? রইল টাইমটেবিল ড্রাইভিং ট্রেনিং সেন্টার গড়ে তুলছে রাজ্য সরকার, প্রশিক্ষণ শেষে মিলবে লাইসেন্স নদিয়ায় মাটির নীচে বাঙ্কার থেকে মোট কত টাকার কাশির সিরাপ উদ্ধার হয়েছে জানেন? ICC Men’s T20I Cricketer of the Year 2024- এর সম্মান ভূষিত হলেন আর্শদীপ সিং টেস্ট স্কোয়াড থেকে কেন ছাঁটাই শাহিন! পাক কোচ বললেন, ‘স্ট্যামিনার অভাব…’ নিরাপত্তা বেষ্টনী টপকে মাঠে ভক্ত! মার খাবে বুঝতে পেরেই যা করলেন রোহিত তুলতে হয়েছে সিঁদুর! রুবেলের নামের মেহেন্দি ঢাকতে শ্য়ুটে ফিরে কী ফন্দি শ্বেতার? আজ সূর্যাস্তের পর আকাশে ৬ গ্রহের বিরল ‘প্ল্যানেট প্যারেড’, কোনদিকে তাকাতে হবে?

IPL 2025 News in Bangla

পন্তের শট নির্বাচন নিয়ে গাভাসকরের সমালোচনার জবাব দিলেন LSG মেন্টর জাহির খান চোয়াল চাপা লড়াই করে নাটকীয় শতরান, মহারথীদের ভিড়ে হিরো কমন ম্যান শার্দুল! ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ? RCB-র জার্সি হাতে মহাকুম্ভে শাহি স্নান ভক্তের, ভাইরাল ভিডিয়ো MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট ওরা আমাকে ক্রিকেট খেলতে বাধ্য করবে: বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স! LSG captaincy Event: ঘণ্টা খানেক দেরিতে পৌঁছালেন পন্ত! ক্ষমা চাইলেন গোয়েঙ্কা LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.