যে সমস্ত মেডিক্যাল কলেজগুলি তাদের রেসিডেন্ট ডাক্তারদের বা মেডিক্যাল পড়ুয়াদের জন্য প্রদেয় স্টাইপেন্ডের বিস্তারিত সাবমিট করেনি, সেই সমস্ত মেডিক্যাল কলেজকে কড়া বার্তা দিয়ে নোটিস পাঠিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন বা এনএমসি। এনএমসির তরফে একটি তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে সেই সমস্ত সরকারি ও বেসরকারি কলেজের নাম রয়েছে, যারা পড়ুয়াদের স্টাইপেন্ডের বিস্তারিত তথ্য জানায়নি।
এনএমসির তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'এটা লক্ষ্য করা যায় যে প্রয়োজনীয় ডেটা এখনও অনেক কলেজ দ্বারা উপরোক্ত ই-মেইল আইডিগুলিতে সরবরাহ করা বাকি রয়েছে।' এনএমসি বলছে, এসব মেডিক্যাল কলেজের ব্যর্থতার তথ্য নিবন্ধন দাখিল করা হয়েছে। ইন্টার্ন ও রেসিডেন্টদের স্টাইপেন্ড প্রদানকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়।' এনএমসির সাফ প্রশ্ন, যে সমস্ত মেডিক্যাল কলেজ এই গুরুত্বপূর্ণ তথ্য এখনও জমা দেয়নি, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে হবে। এক্ষেত্রে ‘শো কজ’ নোটিস পাঠনো হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষের স্টাপেন্ড সংক্রান্ত তথ্য stipend23-CDN-20011/98/2024-COORDINATION-NMC I/3726027/2024 24@nmc.org.in ঠিকানায় মেল করতে বলা হয়েছে। একই সঙ্গে স্পষ্ট বার্তায় বলা হয়েছে, নোটিস জারির ৩ দিনের মধ্যে বাকি থাকা স্টাইপেন্ডের তথ্য ওই কলেজগুলিতে সাবমিট করতে হবে।
দেশের ১১৫ টি সরকারি মেডিক্যাল কলেজ ও ৮৩ টি বেসরকারি মেডিক্যাল কলেজের ডিন ও প্রিন্সিপালদের এই নির্দেশ পাঠানো হয়েছে। এনএমসির নোটিসে সাফ বলা হয়েছে, দেশের সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে, এই মেডিক্যাল পড়ুয়াদের স্টাইপেন্ডের বিষয়ে বিস্তারিত তথ্য যেন সাবমিট করে এনএমসি। সে অনুযায়ী সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠান ও মেডিক্যাল কলেজগুলিকে নির্দেশ দেওয়া হয়,যাতে ইউজি, পিজিদের, সিনিয়র রেলিডেন্ট বা সুপারস্পেশালিটিতে থাকা পিজিদের দেওয়া স্টাইপেন্ডের বিস্তারিত তথ্য এনএমসির কাছে জমা করা হয়।