Close All Accounts in HDFC Bank: গত ২২ অগস্ট দফতরের মুখ্য সচিব এই অফিস মেমো জারি করেছেন। তাতে এইচডিএফসি ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলি বন্ধ করার জন্য সমস্ত বিভাগকে নির্দেশ জারি করার অনুরোধ করা হয়।
1/7HDFC-র ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করুন। হঠাত্ই পঞ্জাব সরকারের জলসম্পদ দফতরের আধিকারিকদের উদ্দেশে চিঠি(অফিস মেমো)। চিফ, এক্সিকিউটিভ এবং সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ারদেরকে এমনই অনুরোধ করেন দফতরের মুখ্য সচিব। কিন্তু এমন অনুরোধের কারণ কী? ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
2/7গত ২২ অগস্ট দফতরের মুখ্য সচিব এই অফিস মেমো জারি করেছেন। তাতে এইচডিএফসি ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলি বন্ধ করার জন্য সমস্ত বিভাগকে নির্দেশ জারি করার অনুরোধ করা হয়। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
3/7অর্থ দফতরের মুখ্যসচিবের কাছেও এই মেমোর কপি পাঠানো হয়। কিন্তু কারণ হিসাবে তাতে কী লেখা আছে? ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (REUTERS)
4/7অফিসিয়াল মেমোতে উল্লেখ করা হয়েছে যে, এই ব্যাঙ্ক 'কখনও সহযোগিতা করে না' এবং যখন দফতরের 'প্রয়োজন হয়' তখন সহায়তা মেলে না। এমনই অভিযোগ তোলা হয়েছে বেসরকারি ব্যাঙ্কটির বিরুদ্ধে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
5/7মেমোটি সমস্ত প্রশাসনিক সচিবদের কাছে পাঠানো হয়েছে। দেখুন সেই মেমো। ছবি-টুইটার (REUTERS)
6/7অফিস মেমোতে লেখা হয়েছে, কিছু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের জানতে পারেন যে, HDFC ব্যাঙ্ক খনির ঠিকাদারদের নির্দিষ্ট ব্যাঙ্ক গ্যারান্টি দিয়েছে। এই খনির ঠিকাদাররা রাজ্য সরকারকে অর্থ প্রদান করতে খেলাপি করেছে। এদিকে যখন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা, ড্রেনেজ ও খনির আধিকারিকরা ব্যাঙ্ক গ্যারান্টি থেকে টাকা আদায়ের জন্য ব্যাঙ্কের কাছে যাচ্ছেন, তখন HDFC কোনও না কোনও কারণ দেখিয়ে তা এড়িয়ে যাচ্ছে। ফাইল ছবি : ব্লুমবার্গ (REUTERS)
7/7এর পরেই, HDFC ব্যাঙ্কে কোনও অ্যাকাউন্ট না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি ছাড়াও, কোনও কর্মীর যদি এইচডিএফসি ব্যাঙ্কে বেতনের অ্যাকাউন্টও খোলা থাকে, সেক্ষেত্রে তাদের অ্যাকাউন্ট বন্ধ করার জন্যও অনুরোধের কথা বলা হয়েছে। বিভাগের 'বৃহত্তর স্বার্থে' রাজি করানোর কথা বলা হয়েছে। তাদের পছন্দের অন্য কোনও ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পরামর্শ দেওয়া হয়েছে। ফাইল ছবি : ব্লুমবার্গ (REUTERS)